বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
সিরিজ বোমা হামলা

১৪ জঙ্গির ২০ বছর করে কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় ১৪ জেএমবি সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেককে আর্থিক জরিমানাও করা হয়, যা অনাদায়ে আরও ৩ বছর করে সশ্রম কারাভোগ করতে হবে। গতকাল দুপুরে টাঙ্গাইলের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় দেন। মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, নিষিদ্ধ ঘোষিত জামাআ’তুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য আমানুল্লাহ, আরমান বিন  আজাদ, আবদুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান হাবিব, মিজান, আবদুল আহাদ, হাবিল, রুস্তম, তারিক, দেলোয়ার হোসেন, ইয়ামিন, সাইদুল ইসলাম, এনায়েত উল্লাহ ও রাসেল। তাদের বাড়ি দেশের বিভিন্ন স্থানে। কোর্ট ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট টাঙ্গাইলের কোর্ট চত্বর, শহীদ জগলু রোড ও বেবিস্ট্যান্ড এলাকায় একযোগে সিরিজ বোমা হামলা চালানোর একটি বিস্ফোরক মামলায় জেএমবির ১৪ সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। রায়ে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়, অনাদায়ে আরও ৩ বছর সশ্রম কারাদণ্ড  দেওয়া হয়। মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের মতো টাঙ্গাইল কোর্ট চত্বর, শহীদ জগলু রোড ও বেবিস্ট্যান্ড এলাকায় জেএমবি সদস্যরা আতঙ্ক সৃষ্টির জন্য একযোগে বোমা বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। মামলায় ১৭ জন আসামির মধ্যে ৩ জন মারা যায়। দণ্ডপ্রাপ্ত ১৪ জনের মধ্যে ১০ জন টাঙ্গাইল জেল হাজতে রয়েছে। বাকি চার আসামি পলাতক।

 রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম খান এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শামীম চৌধুরী দয়াল ও অ্যাডভোকেট নাজিম উদ্দিন।

সর্বশেষ খবর