বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৫৬১৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার কারণে বন্দরনগর চট্টগ্রামের মানুষ যে চরম দুর্ভোগ আর ভোগান্তিতে পড়ে, তা থেকে পরিত্রাণ দিতে সাড়ে ৫ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। গতকাল রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫ হাজার ৬১৬ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনসংক্রান্ত প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির কাজ হবে চট্টগ্রামের চারটি সংস্থার মধ্যে সমন্বয় সাধন করা। এক সংস্থার সঙ্গে যাতে আরেক সংস্থার কাজের দ্বৈততা না হয়, তা দেখভাল করা। পরিকল্পনা কমিশন সূত্র বলছে, প্রকল্পটি বাস্তবায়ন করবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ প্রকল্পের আওতায় চট্টগ্রামের ৩৬টি খালের ৫ লাখ ২৮ হাজার ২১৪ ঘনমিটার মাটি খনন করা হবে।

 সোয়া ৪ লাখ ঘনমিটার কাদা অপসারণ করা হবে। নির্মাণ হবে তিনটি জলাধার। ৮৮টি স্ট্রিটলাইট বসানো হবে। অন্যদিকে ৮৬ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করা হবে। ছয়টি কালভার্ট ও ৪৮টি পিসি গার্ডার নির্মাণের পরিকল্পনা রয়েছে সিডিএর। গতকালের একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননসহ ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৯ হাজার ৭৬১ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৮ হাজার ২৬৭ কোটি ৮৬ লাখ, বৈদেশিক সহায়তা ৭৯০ কোটি এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৭০৩ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় করা হবে।

সর্বশেষ খবর