শিরোনাম
শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নতুন ভোটার ২৪ লাখ ৩৭ হাজার

হালনাগাদের তথ্য সংগ্রহ শেষ, নিজস্ব ব্যবস্থাপনায় স্মার্টকার্ড তৈরি করবে ইসি

নিজস্ব প্রতিবেদক

তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার করতে ২৪ লাখ ৩৭ হাজার ৩৩১ জনের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবনে গতকাল এক ব্রিফিংয়ে কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কাজে ইসি ৭০ ভাগ সফল। কোনো তথ্য সংগ্রহকারীর বিরুদ্ধে বাড়ি বাড়ি না যাওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ইসি ব্যবস্থা নেবে।’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা গত ২৫ জুলাই ময়মনসিংহে এ কার্যক্রম উদ্বোধন করবেন। বুধবার তথ্য সংগ্রহ শেষ হয়। আগামী ২০ আগস্ট থেকে নতুন ভোটারদের ছবি তোলাসহ নিবন্ধন কাজ শুরু হবে।

হেলালুদ্দীন বলেন, ‘এ পর্যন্ত নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ২৪ লাখ ৩৭ হাজার ৩৩১ জন। কর্তন হয়েছে ১৩ লাখ ৩৩ হাজার ২ জন। স্থানান্তর ৬০ হাজার ৮৭৬ জন। টার্গেট ছিল ৩৫ লাখ। এর মধ্যে ৭০ ভাগ অর্জিত হয়েছে। ৫৫ হাজার তথ্য সংগ্রহকারী এবং ১১ হাজার সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছিল। প্রত্যেক বিভাগ, জেলা উপজেলায় কমিটি কাজ করেছে। ব্যাপক পোস্টার হ্যান্ডবিল বিলি করেছি। টার্গেট যেটা আশা করেছিলাম তার চেয়ে বেশি অর্জন করেছি।’

তথ্য সংগ্রহের সময় বাড়ানো হবে কিনা প্রশ্নে ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘এমন কোনো সিদ্ধান্ত নেই। ভোটার হওয়ার জন্য যথেষ্ট সময় আছে। নির্বাচন অফিসে যোগাযোগ করলে ভোটার করা হবে। ২০১৫ সালে অপ্রাপ্তবয়স্ক যাদের তথ্য সংগ্রহ করা হয়েছিল তাদের ২০১৮ সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।’ সংলাপ নিয়ে হেলালুদ্দীন আহমদ জানান, ২৪ আগস্ট বেলা ১১টায় বিএনএফ এবং ৩টায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ২৮ আগস্ট ১১টায় বাংলাদেশ মুসলিম লীগ এবং ৩টায় খেলাফত মজলিস, ৩০ আগস্ট ১১টায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং ৩টায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সঙ্গে সংলাপ হবে।’ বড় দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, ‘কমিশন ঠিক করেছে তালিকার শেষে যেসব নিবন্ধিত দল রয়েছে তাদের আগে ডাকা হবে। রাজনৈতিক দলগুলোর সর্বোচ্চ ১০ জন আলোচনায় অংশগ্রহণ করবে। আমরা কোনো এজেন্ডা দেইনি। খোলামেলা সব বিষয়ে আলোচনা হতে পারে। আজকালের মধ্যে চিঠি পৌঁছে যাবে।’ সীমানা পুনঃনির্ধারণ নিয়ে হেলালুদ্দীন বলেন, ‘একজন কমিশনার এর আহ্বায়ক। ইতিমধ্যে সভা হয়েছে। আশা করছি, আগস্টের মধ্যে একটা সিদ্ধান্ত পাওয়া যাবে। এটা এলাকা, জনসংখ্যা, ছিটমহল সবকিছু মাথায় রেখেই করা হবে। বড় শহরগুলোর জনসংখ্যা চিন্তাভাবনা করা হচ্ছে। কমিশন ও কমিটি আলোচনা করছে। এটা পরে জানা যাবে।’

নিজস্ব ব্যবস্থাপনায় স্মার্টকার্ড তৈরি করবে ইসি : নিজস্ব ব্যবস্থাপনায় স্মার্টকার্ড (স্মার্ট জাতীয় পরিচয়পত্র) তৈরি করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে নির্বাচন কমিশন এখন বাংলাদেশি প্রযুক্তি, নিজস্ব জনবল ও দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে স্মার্টকার্ড উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ফ্রান্সের ওভারথুর কোম্পানির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না। আমরা নিজেরাই জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড তৈরি করব। আশা করছি আগামী বছর জুনের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী সব কার্ড ছেপে বিতরণ করতে পারব। চুক্তি বাতিলের বিষয়ে তিনি আরও বলেন, তাদের নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে তারা কাজ শেষ করতে পারেনি। স্বাভাবিকভাবে তাদের মেয়াদ আর বাড়ানো হয়নি। এখন নিজেরাই স্মার্টকার্ড তৈরি করবে ইসি। ব্ল্যাঙ্ক স্মার্টকার্ড বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)-এর মাধ্যমে স্মার্টকার্ড তৈরি করা হবে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, দেশের নয় কোটি জাতীয় পরিচয়পত্রের কার্ড ছাপানোর জন্য ২০১৫ সালের শুরুতে ফ্রান্সের ওভারথুর কোম্পানির সঙ্গে ইসির চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী, গত বছর জুন মাসের মধ্যে সব কার্ড ছাপানোর কথা ছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। তাই ইসি আরও এক বছর সময় বাড়িয়ে এ বছরের জুন পর্যন্ত সময় দিয়েছিল ওই কোম্পানিকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর