শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বৈশ্বিক দাসত্ব সূচকে দশম বাংলাদেশ, শীর্ষে ভারত

প্রতিদিন ডেস্ক

বৈশ্বিক দাসত্ব সূচকে বিশ্বের ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। এ সূচক অনুসারে বাংলাদেশের ১৫ লাখ ৩১ হাজার ৩০০ মানুষ আধুনিক দাসের জীবন যাপন করে। এ তালিকায় সবার ওপরে রয়েছে ভারত, যেখানে আধুনিক দাসের সংখ্যা ১ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৭০০।

অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন ওয়ার্ক ফ্রি ফাউন্ডেশন গতকাল বৈশ্বিক দাসত্ব সূচক ২০১৬ (গ্লোবাল স্ন্যাভারি ইনডেক্স) প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বিশ্বে এখন ৪ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ আধুনিক দাসের জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। এর আগে বৈশ্বিক দাসত্ব সূচক ২০১৪-তে বাংলাদেশের অবস্থান ছিল নবম। তখন দেশে আধুনিক দাসের সংখ্যা ছিল ৬ লাখ ৮০ হাজার ৯০০। সূচকে জোরপূর্বক শ্রমকাজে অথবা জোরপূর্বক বিয়েতে বাধ্য করা, বাণিজ্যিকভাবে যৌনকাজে ব্যবহার ও মানব পাচারের শিকার লোকজনকে দাস হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোয় আধুনিক দাসের সংখ্যা প্রায় ৩ কোটি।

 ভারত ও বাংলাদেশের বাইরে এ অঞ্চলে পাকিস্তানে ২১ লাখ ৩৪ হাজার ৯০০, ইন্দোনেশিয়ায় ৭ লাখ ৩৬ হাজার ১০০, মিয়ানমারে ৫ লাখ ১৫ হাজার ১০০, থাইল্যান্ডে ৪ লাখ ২৫ হাজার ৫০০, জাপানে ২ লাখ ৯০ হাজার ২০০, নেপালে ২ লাখ ৩৪ হাজার ৬০০, মালয়েশিয়ায় ১ লাখ ২৮ হাজার ৮০০ ও শ্রীলঙ্কায় ৪৫ হাজার ৫০০ জন আধুনিক দাসের জীবন যাপন করছে।

সর্বশেষ খবর