শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

খিলগাঁওয়ে নিহত জঙ্গির বেওয়ারিশ দাফন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়ার কাছে র‌্যাবের গুলিতে নিহত জঙ্গির লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে। গতকাল সকালে তার লাশ বুঝিয়ে দেন খিলগাঁও থানার এসআই এমদাদুল হক। আঞ্জুমানের পক্ষ থেকে মৃতদেহ গ্রহণ করেন ক্যারিয়ারম্যান কবির হোসেন। তিনি জানান, আমরা লাশ বুঝে পেয়েছি। তবে কার লাশ তা জানি না। জুরাইন কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। গত ১৮ মার্চ ভোরে রামপুরা-ডেমরা স্টাফ কোয়ার্টার সড়কের মেরাদিয়ার অদূরে মোস্তাক মাঝি মোড়ের শেখের জায়গা সড়কের মাঝামাঝি র‌্যাবের চেকপোস্টের কাছ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই যুবক। সন্দেহ হলে চেকপোস্টে থাকা র‌্যাব সদস্যরা তাকে থামার জন্য সংকেত দেন। সে না থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ওই যুবক মারা যায়।

এরপর মেটাল ডিটেক্টর দিয়ে যুবকের দেহে তল্লাশি করা হলে তিনটি বোমা ও একটি ভেস্টের মতো বস্তু পাওয়া যায়। এর ভিতরে ছিল আরও দুটি বোমা। নিহত জঙ্গির ব্যবহূত মোটরসাইকেলে কোনো নম্বরপ্লেট ছিল না।

সর্বশেষ খবর