শনিবার, ১২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরায় শিল্প পণ্য প্রদর্শনী

সুতা তৈরির মেশিন দেখতে ভিড়

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় শিল্প পণ্য প্রদর্শনী

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে তিন আন্তর্জাতিক প্রদর্শনী। রাজধানীর কুড়িলে এ প্রদর্শনীতে রয়েছে ১৮তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো এবং ২৮তম ডাই-ক্যাম বাংলাদেশ এক্সপো। চার দিনব্যাপী এই প্রদর্শনীতে গতকাল ছিল দর্শনার্থীদের ভিড়। সরেজমিন প্রদর্শনীতে গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন উদ্যোক্তারা। সুতা তৈরির স্বয়ংক্রিয় মেশিনে আগ্রহ ছিল তাদের। দেখা গেছে, একটি মেশিনের মাধ্যমে তুলা দিলেই সুতা তৈরি হয়ে বের হচ্ছে। একই মেশিনে তৈরি হচ্ছে সুতার রোল। মাত্র একজন অপারেটর কয়েকটি মেশিন চালাতে পারেন। কয়েক লাখ টাকায় এ মেশিন কিনতে পারছেন ক্রেতারা। স্টল কর্মীরা দর্শনার্থীদের দেখিয়ে দিচ্ছেন কীভাবে কাজ করে এসব মেশিন। মেশিনারিজ সাপ্লাইয়ার, ইমপোর্টাররা উদ্যোক্তাদের হাতে-কলমে শিখিয়ে দিচ্ছেন। স্বয়ংক্রিয় মেশিনে পোশাক প্যাকেটজাত করার অত্যাধুনিক যন্ত্র। চোখের নিমিষেই তৈরি পোশাক প্যাকেটজাত হচ্ছে। একজন অপারেটরের মাধ্যমে একটি কারখানার সব পোশাক প্যাকেটজাত করা সম্ভব। এখানে রয়েছে বিশ্বের নামকরা প্রতিষ্ঠানের উৎপাদিত ফিনিশিং আয়রন। এ ছাড়া মেলায় রয়েছে আন্তর্জাতিক মানের সুইং, নিটিং, এমব্রয়ডারি, লন্ড্রি, ফিনিশিং, ডায়িং, ক্যাড/ক্যাম, প্রিন্টিং কাটিং ও স্প্রেডিং মেশিনারিজ। এ ছাড়া ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ার এ বিভিন্ন কোম্পানি প্রাকৃতিক ও কৃত্রিম সুতা এবং ওভেন ও নিট শিল্পের জন্য উভয়ের মিশ্রণের সর্বাধুনিক সংগ্রহ তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের সামনে গার্মেন্ট শিল্পের জন্য প্রাকৃতিক এবং কৃত্রিম ফেব্রিকের নতুন এবং উদ্ভাবনীমূলক মিশ্রণ উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর গার্মেন্ট এক্সেসরিজ এবং মোড়কসহ সংশ্লিষ্ট পণ্যের বিস্তৃত সংগ্রহ। প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো গার্মেন্ট এক্সেসরিজ, মোড়কিকরণ এবং লেভেল, জিপার, ট্যাগ, ট্যাপ, থ্রেড, রিবন, বাটন, রিভেট, লেইস, হুক, ট্রান্সফার ফিল্ম, পেপার, ইঙ্ক ইত্যাদিসহ সংশ্লিষ্ট মেশিনারিজও প্রদর্শিত করা হচ্ছে। বাংলাদেশে তৈরি পোশাক খাতের সর্ববৃহৎ এই প্রদর্শনীতে রয়েছে টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের আনুষঙ্গিক যন্ত্রপাতি, সুতা ও কাপড় উৎপাদক মেশিনারিজ, ডায়েস এবং বিশেষ রাসায়নিক দ্রব্যের বিশাল সমাহার। বিশ্বের ২৫টি দেশের প্রায় ১ হাজার ১৫০টি প্রতিষ্ঠান ১৪০০টি স্টলের এই প্রদর্শনীতে অংশ নেয়। প্রদর্শনীগুলো ভোক্তা এবং উদ্যোক্তাদের জন্য একটি যুগোপযোগী প্লাটফর্ম, যেখানে কার্যকরী যোগাযোগের মাধ্যমে উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারবেন। ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারীদের সরাসরি সাক্ষাৎ এবং আলাপচারিতার এই সুযোগের ফলে সবার মধ্যে সেতুবন্ধ গড়ে উঠবে যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রদর্শনীর আয়োজন করেছে সেমস গ্লোবাল। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আজ শেষ হচ্ছে এ প্রদর্শনী।

সর্বশেষ খবর