শিরোনাম
রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শেষ হলো বসুন্ধরায় শিল্পপণ্য প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

শেষ হলো বসুন্ধরায় শিল্পপণ্য প্রদর্শনী

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল শেষ হলো চার দিনব্যাপী চলা তিন আন্তর্জাতিক প্রদর্শনী। রাজধানীর কুড়িলে এ প্রদর্শনীতে ছিল ১৮তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো এবং ২৮তম ডাই-ক্যাম বাংলাদেশ এক্সপো। শেষ দিনে প্রায় ২৫ হাজার মেশিনারিজ বিক্রি হয়েছে। কোয়ালিটি পণ্য উৎপাদনের জন্য এ খ্যাতনামা কোম্পানির মেশিনারিজ কিনতে গিয়ে দেশি উদ্যোক্তারা সরাসরি প্রকৌশলীদের সহযোগিতা পেয়েছেন। গতকাল সরেজমিনে প্রদর্শনীতে গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন উদ্যোক্তারা। শেষ দিনে প্রায় ৫০ হাজার দর্শনার্থী উপস্থিত হয়েছেন। সারা দিন বৃষ্টি উপেক্ষা করেও দর্শনার্থী ভিড় করেছেন প্রদর্শনীতে। এ প্রদর্শনীতে উদ্যোক্তাদের জন্য বিশেষ কর্মসূচির আয়োজন ছিল। মেশিনারিজ সম্পর্কে ধারণা দিতে উদ্যোক্তাদের সঙ্গে সভার আয়োজন ছিল সবচেয়ে চমকপ্রদ। এখানে স্থানীয় উদ্যোক্তাদের হাতে কলমে প্রকৌশল সুবিধা ও পরামর্শ দিয়েছেন শীর্ষস্থানীয় প্রকৌশলীরা। এতে চীন, ইতালি, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ভারতসহ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের নির্বাহীরা অংশ নেন। প্রদর্শনী উপলক্ষে দুটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের বেশি আগ্রহ ছিল গার্মেন্ট ও টেক্সটাইল পণ্য উৎপাদনের মেশিনারিজে।

প্রদর্শনী ঘুরে দেখা গেছে, স্টলকর্মীরা দর্শনার্থীদের দেখিয়ে দেন কীভাবে কাজ করে এসব মেশিন। প্রদর্শনীতে ছিল স্বয়ংক্রিয়ভাবে পোশাক প্যাকেটজাত করার অত্যাধুনিক যন্ত্র; যা চোখের নিমেষেই তৈরি পোশাক প্যাকেটজাতে সক্ষম। একজন অপারেটরের পক্ষে এই যন্ত্র দিয়ে একটি কারখানার সব পোশাক প্যাকেটজাত করা সম্ভব। এখানে ছিল আন্তর্জাতিকমানের সুইং, নিটিং, অ্যামব্রয়ডারি, লন্ড্রি, ফিনিশিং, ডাইং, ক্যাড/ক্যাম, প্রিন্টিং কাটিং ও স্প্রেডিং মেশিনারিজ। এ ছাড়া ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ারে বিভিন্ন কোম্পানি প্রাকৃতিক ও কৃত্রিম সুতা এবং ওভেন ও নিট শিল্পের জন্য উভয়ের মিশ্রণের সর্বাধুনিক সংগ্রহ তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের সামনে গার্মেন্ট শিল্পের জন্য প্রাকৃতিক এবং কৃত্রিম ফেব্রিকের নতুন ও উদ্ভাবনীমূলক মিশ্রণ উপস্থাপন করা হয়। মেলায় প্রদর্শিত হয় বাংলাদেশসহ অন্যান্য দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের গার্মেন্ট অ্যাকসেসরিজ, মোড়কসহ সংশ্লিষ্ট পণ্যের বিস্তৃত সংগ্রহ। প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো গার্মেন্ট অ্যাকসেসরিজ, মোড়কীকরণ এবং লেবেল, জিপার, ট্যাগ, ট্যাপ, থ্রেড, রিবন, বাটন, রিভেট, লেইস, হুক, ট্রান্সফার ফিল্ম, পেপার, ইঙ্ক ইত্যাদিসহ সংশ্লিষ্ট মেশিনারিজও প্রদর্শিত হয়েছে। বাংলাদেশে তৈরি পোশাক খাতের সর্ববৃহৎ এই প্রদর্শনীর আয়োজক ছিল সেমস গ্লোবাল। বিশ্বের ২৫টি দেশের প্রায় ১ হাজার ১৫০টি প্রতিষ্ঠান ১ হাজার ৪০০ স্টলের এ প্রদর্শনীতে অংশ নিয়েছে। প্রদর্শনীগুলো ভোক্তা এবং উদ্যোক্তাদের জন্য একটি যুগোপযোগী প্লাটফরম, যেখানে কার্যকর যোগাযোগের মাধ্যমে উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পেরেছেন।

সর্বশেষ খবর