রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
কালো পতাকা হাতে ৫০ হাজার মানুষ

নারায়ণগঞ্জ প্রকম্পিত ‘জয় বাংলা’ ধ্বনিতে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল নারায়ণগঞ্জে বিশাল শোক র‌্যালি করা হয়েছে। বৃষ্টিপাত উপেক্ষা করে এই র‌্যালিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ লক্ষাধিক মানুষ। এর মধ্যে ৫০ হাজার মানুষের হাতে ছিল জাতির পিতাকে হারানো শোকের চিহ্নবাহী কালো পতাকা। র‌্যালিতে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত হয়েছিল নারায়ণগঞ্জ নগরী। শোক র‌্যালির আয়োজক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। জানা গেছে, দলীয় কোন্দল-কলহ নিরসনের লক্ষ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের এক প্লাটফর্মে আনার জন্য তিনি এই র‌্যালি করেন। র‌্যালি সফল করে তোলার জন্য চলতি মাসের শুরু থেকেই বিভিন্ন থানা, উপজেলা ও ওয়ার্ডে সভা করেছেন। র‌্যালি-পূর্ব সমাবেশে বক্তৃতাকালে শামীম ওসমান এমপি স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, পাকিস্তানপ্রেমীরা নানা চক্রান্ত করছে। দেশের মানুষ এদের জানে। এরা জাতির জনক বঙ্গবন্ধুকে হেয় করার জন্য কৌশলে কথাবার্তা বলে। কিন্তু আমাদের সাফ কথা। আমরা এদের চক্রান্ত বরদাস্ত করব না। জনগণ খুব শিগগিরই এদের দাঁতভাঙা জবাব দেবে। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করার কথা থাকলেও প্রায় অর্ধলাখ নেতা-কর্মীর উপস্থিতির কারণে দীর্ঘ লাইন শহরের চাষাড়া থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত পৌঁছে যায়। র‌্যালিতে মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখা যায়নি। জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই ও মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনও অনুপস্থিত ছিলেন। তাদের না দেখে নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। এ ব্যাপারে শামীম ওসমানের কাছে জানতে চাওয়া হলে জানান, টেলিফোন করে ও এসএমএস করে তাদের আসতে আহ্বান জানিয়েছিলেন। হয়তো কোনো ব্যক্তিগত কারণে তারা আসতে পারেননি। আশা করি ভবিষ্যতে এ রকম কর্মসূচিতে তারা অংশ নেবেন। শামীম ওসমান বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়নের ফিরিস্তি দিয়ে বলেন, শেখ হাসিনা জনগণের রায় নিয়ে আবারও প্রধানমন্ত্রী হবেন। আমাদের ষড়যন্ত্র সম্পর্কে সাবধান থাকতে হবে। বঙ্গবন্ধু যখন দেশকে এগিয়ে নিচ্ছিলেন তখন তাকে সপরিবারে হত্যা করা হয়। শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন তাই তার বিরুদ্ধে চারদিকে ষড়যন্ত্র শুরু হয়েছে। উদ্দেশ্য, নেত্রীকে শেষ করে দেওয়া। তিনি বলেন, গভীর উদ্বেগের বিষয় যে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীতেও এখন শিবির ঢুকে গেছে। হয়তো এই ষড়যন্ত্রের অংশ ছিল রূপগঞ্জে উদ্ধার হওয়া বিশাল অস্ত্রভাণ্ডার। সেখানে বিমান বিধ্বংসী রকেট লাঞ্চারের মতো অস্ত্রও ছিল। রূপগঞ্জের এই জায়গার ওপর দিয়ে দেশের প্লেন উড়ে যায়। এখান দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে উড়ে যান। আমাদের ভাবতে হবে, এই মারণাস্ত্রগুলো এখানে জড়ো করা হলো কেন?

সর্বশেষ খবর