রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে ডিবির এসিসহ তিনজন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জুরাইনে অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে ডিবির এসিসহ তিনজন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৭ টার দিকে জুরাইন ফায়ার সার্ভিসের পেছনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পশ্চিম বিভাগের সিনিয়র এসি রাহুল পাটোয়ারী, ডিবির সোর্স স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র বিল্লাল হোসেন মৃদুল ও গাড়িচালক সেলিম। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এসি রাহুল পাটোয়ারীর বুকের বামপাশে নিচের দিকে, সোর্স মৃদুলের পায়ে এবং সেলিমের পিঠে গুলির চিহ্ন রয়েছে। এদিকে আহত ডিবির এসি রাহুলকে দেখতে রাতেই হাসপাতালে ছুটে যান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো, আছাদুজ্জামান মিয়াসহ ডিএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ডিএমপি কমিশনার বলেন, এসি রাহুল পাটোয়ারীর নেতৃত্বে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছিল। তারা এক অস্ত্র ব্যবসায়ীকে ঘিরেও ফেলেন। এ সময় পাশ থেকে আরেক অস্ত্র ব্যবসায়ী ডিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এসি রাহুলসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশের কনস্টেবল ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর থানাধীন পোস্তগোলা সিটি হসপিটালের পাশে অভিযান চালাতে যায় ডিবি পুলিশের একটি দল। ওই দলের নেতৃত্ব দিচ্ছিলেন এসি রাহুল পাটোয়ারী। ৮ সদস্যের টিমে ইব্রাহিমও ছিলেন। সোর্স মৃদুল তাদের আস্তানার দিকে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় সন্ত্রাসীরা উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর অতর্কিত গুলি চালাতে শুরু করে। এতে এসি রাহুল পাটোয়ারী ও মৃদুল গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা বলছেন, ঘটনার পর ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। তবে কোনো সন্ত্রাসী আহত হয়েছে কি না বা গ্রেফতার আছে কি না- সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

সর্বশেষ খবর