সোমবার, ১৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বন বিভাগের সম্পত্তি আত্মসাতে সরকারি কর্মকর্তারাও জড়িত

———————— দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বন বিভাগের সম্পত্তি আত্মসাতের অভিযোগ প্রতিদিন দুদকে আসছে। এতে দেখা যাচ্ছে কোথাও কোথাও ভূমি আত্মসাৎ এবং অবৈধ দখলদারদের সঙ্গে সরকারি কর্মকর্তারাও জড়িত। এ জাতীয় অভিযোগ কমিশনের তফসিলভুক্ত অপরাধ। তিনি গতকাল গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি জানান, কিছু অভিযোগ নিয়ে দুদক অনুসন্ধান করছে। কোনো ক্ষেত্রে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

দুদক চেয়ারম্যান আরও বলেন, সরকারি কর্মকর্তাদের মনে রাখতে হবে সরকারি সম্পদের রক্ষক হিসেবে আপনারা দায়িত্ব পালন করছেন। কোনো অবস্থাতেই ভূমির অবৈধ দখলদারদের সঙ্গে অনৈতিক আপস করে সরকারি সম্পত্তি তাদের হাতে তুলে দিলে তার জন্য আজ হোক কাল হোক আপনাদের জবাবদিহি করতেই হবে। দুর্নীতির অভিযোগ কখনই তামাদি হয় না। তাই সরকারি ভূমি রক্ষার্থে আপনাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সবাইকে মনে রাখতে হবে, সংবিধান অনুসারে জনগণই এদেশের মালিক, আর সর্বদা জনগণের সেবা করাই সরকারি কর্মকর্তাদের কর্তব্য। দুর্নীতিমুক্তভাবে সরকারি সেবা প্রদান করা না হলে এক্ষেত্রে কমিশন নিশ্চুপ বসে থাকবে না। 

সর্বশেষ খবর