শিরোনাম
সোমবার, ১৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান : খালেদা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বন্যা মোকাবিলায় সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। নেই কোনো জরুরি ত্রাণ তৎপরতা। দুর্গত মানুষকে নিরাপদে উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার কথা বলা হলেও কার্যকর  কোনো ব্যবস্থা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। বিএনপি নেতা-কর্মীসহ সারা দেশের সর্বস্তরের সচ্ছল মানুষকে দ্রুত বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ আহ্বান জানান।

বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, বিরোধী দলের প্রতি প্রতিশোধ স্পৃহাই যদি সরকারের মূল চালিকাশক্তি হয়, তাহলে সেই সরকার কখনই প্রাকৃতিক দুর্যোগ সামাল দিয়ে অসহায় জনগণের দুর্ভোগ লাঘব করতে পারে না। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, কয়েক দিনের ভারি বর্ষণে নদীগুলো ফুলে ফেঁপে ওঠায় দেশের বন্যা পরিস্থিতি এখন মারাত্মক রূপ নিয়েছে। এর ওপর তিস্তার উজানে ভারতের গজলডোবা ব্যারাজের গেটগুলো খুলে দেওয়ার ফলে তিস্তা নদীর পানি এখন বিপদসীমার সর্বকালের রেকর্ড ভেঙেছে। বাংলাদেশের সীমানার ভিতরে তিস্তাসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি নদীর দুই তীরের বিস্তীর্ণ এলাকার ফসল, বসতবাড়ি, যোগাযোগ ব্যবস্থা এবং মানুষের জীবন-জীবিকা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। এ ছাড়া অন্য নদীগুলোর উজানের দিক থেকে ধেয়ে আসা প্রবল পানির স্রোতে বাংলাদেশের ব্যাপক এলাকা এখন পানির নিচে। গত কয়েক দিনের ভারি বর্ষণে তিস্তা, ধরলা, পুনর্ভবা, ব্রহ্মপুত্রসহ দেশের বেশ কয়েকটি নদী ফুলে ফেঁপে উঠে ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হওয়ায় বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন খালেদা জিয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর