সোমবার, ১৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রায়ে এক্সপাঞ্জ করার কিছু নেই: ড. কামাল

প্রতিদিন ডেস্ক

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রত্যাহার করার মতো কোনো বক্তব্য দেখছেন না ড. কামাল হোসেন। এই রায় আদালত স্বতঃপ্রণোদিতভাবে প্রত্যাহার করতে পারে বলে যে মত এসেছে, তাতেও দ্বিমত জানিয়েছেন প্রবীণ এই আইনজীবী। বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে আনা সংবিধানের এই সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকারের অসন্তোষ ও নানা আলোচনার প্রেক্ষাপটে গতকাল এ প্রতিক্রিয়া জানান ড. কামাল হোসেন। বিডিনিউজ।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রতিষ্ঠা করে আপিল বিভাগ যে রায় দিয়েছে, তার পর্যবেক্ষণে প্রধান বিচারপতি এস কে সিনহার কিছু মন্তব্যে ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতারা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রায়ে ‘আপত্তিকর, অপ্রাসঙ্গিক’ কথা রয়েছে, হয়েছে ‘ইতিহাস বিকৃতি’। রায়ের এসব বক্তব্য ‘এক্সপাঞ্জ’ করতে উদ্যোগ নেবেন তারা। কামাল হোসেন বলেন, ‘৭৯৯ পৃষ্ঠার ওই রায় এরই মধ্যে তিনবার পড়েছি। একটি শব্দও পাইনি এক্সপাঞ্জ করার মতো।’

আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন, এই রায়ের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খাটো করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর