মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

গোঁজামিলের হিসাব নিচ্ছে না নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

গোঁজামিলের আশ্রয় নিয়ে জমা দেওয়া হিসাব এবার গ্রহণ করছে না নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ে নির্বাচন কমিশনে ৩৫টি রাজনৈতিক দল হিসাব জমা দিলেও ১১ দলের হিসাব নিয়ে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। ১১ রাজনৈতিক দলের ত্রুটিপূর্ণ হিসাব আবারও জমা দিতে ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় পার্টিসহ ১১টি দল যথাযথ নিয়মে প্রতিবেদন না দেওয়ায় পুনরায় তাগিদ দেওয়া হয়েছে। এসব দলের হিসাবে নানা ত্রুটি খুঁজে পেয়েছে ইসি। অনেক দলের হিসাবে নেই সিল স্বাক্ষর। এদিকে আবেদনের পরিপ্রেক্ষিতে ৫টি দলকে ৩১ আগস্টের মধ্যে দলের আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। রবিবার এ-সংক্রান্ত ইসির সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলের মহাসচিব বরাবর চিঠি দিয়েছে ইসির সহকারী সচিব রৌশন আরা বেগম। দলগুলো হচ্ছে, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও ইসলামী ঐক্যজোট। বাকি ৩৫টি দল নির্ধারিত সময়ে অডিট রিপোর্ট জমা দিলেও বিরোধী দল জাতীয় পার্টিসহ ১১টি দল যথাযথ নিয়মে প্রতিবেদন না দেওয়ায় পুনরায় তাগিদ দেওয়া হয়েছে।

দলগুলো হচ্ছে— ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, বাংলাদেশ মুসলীম লীগ-বিএমল, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, কৃষক শ্রমিক জনতা লীগ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। তাদের প্রতিবেদনের প্রতি পাতায় নিরীক্ষা কর্তৃপক্ষ, দলের উপযুক্ত পদধারীর স্বাক্ষর ও সিল দিয়ে পুনরায় অডিট রিপোর্ট ৩১ আগস্টের মধ্যে দিতে চিঠি দিয়েছেন ইসির সহকারী সচিব রৌশন আরা।

রাজনৈতিক দলের ২০১৬ সালের আয়-ব্যয়ের প্রতিবেদন দেওয়ার সময় শেষ হয়েছে ৩১ জুলাই। সব মিলে এবার ৩৫টি রাজনৈতিক দল সময়মতো ইসিতে হিসাব জমা দিয়েছে বলে জানিয়েছে ইসি।

সর্বশেষ খবর