বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ভিসা অনিশ্চয়তায় ২ হাজার হজযাত্রী

আজ শেষ ভিসার আবেদন জমা

মোস্তফা কাজল

ভিসা অনিশ্চয়তায় রয়েছেন নিবন্ধনকৃত প্রায় ২ হাজার হজযাত্রী। গতকাল পর্যন্ত তারা হজ ভিসার জন্য আবেদন জমা দেননি। আজ শেষ হচ্ছে চলতি বছরের হজ ভিসা প্রদানের কার্যক্রম। গতকাল পর্যন্ত প্রায় ১ লাখ ২৫ হাজার হজযাত্রীর ভিসার কার্যক্রম শেষ হয়েছে। বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রীর কোটা রয়েছে। শেষ দিনে আজ অবশিষ্টরা আবেদন করার এ সুযোগ পাবেন। এদিকে গতকাল পর্যন্ত প্রায় ৬৭ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

জানা গেছে, সার্বিক প্রস্তুতি থাকার পরও চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়া এবং শারীরিক নানা জটিলতার কারণে হজে যেতে অপারগতা প্রকাশ করেছেন ৩ শতাধিক যাত্রী। তারা তাদের অপারগতার কথা উল্লেখ করে ধর্ম মন্ত্রণালয়ে আবেদন করেছেন। ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, শুধু চিকুনগুনিয়া নয়, মৃত্যু ও অন্যান্য রোগব্যাধির কারণে এমন অনেকেই অপারগতা প্রকাশ করেছেন। এ ছাড়া বন্যায় আক্রান্ত জেলার অনেকেই হজে যেতে অপারগতা প্রকাশ করে আবেদন করেছেন। গত ২৪ জুলাই হজ ফ্লাইট শুরু হওয়ার পর নানা জটিলতার কারণে বিমানের ২৪টি ও সৌদি এয়ারলাইনসের ৪টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে অতিরিক্ত ফ্লাইটের মাধ্যমে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের সৌদি পৌঁছানোর কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। ধর্ম সচিব আবদুল জলিল বলেন, গত দুই-তিন বছরের পরিসংখ্যানে দেখা গেছে, মোট নিবন্ধনকৃত হজযাত্রীর শতকরা ৯৫ থেকে ৯৭ ভাগের কিছু বেশি হজে গেছেন। তবে এবার নানা শঙ্কা থাকলেও ইচ্ছা করে যারা যাবেন না তারা ছাড়া সবাই হজে যেতে পারবেন। তিনি আরও বলেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে সরকারি ও বেসরকারি অনেক হজযাত্রী যেতে পারছেন না। এ ছাড়া বন্যায় আক্রান্ত জেলার অনেকে শেষ মুহূর্তে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আবেদন করেছেন। মৃত্যু ও অন্যান্য রোগব্যাধির কারণও রয়েছে। এ সংখ্যা আনুমানিক কত হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আজ ভিসা আবেদনের শেষ সময়। কাল (শুক্রবার) মিটিং করার পর সঠিক সংখ্যা জানা যাবে। তবে পরিচালক হজ অফিস থেকে জানা গেছে, নানা কারণে এ বছর প্রায় ২ হাজার হজযাত্রী হজে যেতে পারবেন না। আবার কেউ কেউ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এ সংখ্যা বাড়তে পারে।

 

সর্বশেষ খবর