শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নিরসনের পথে হজ সংকট

নিজস্ব প্রতিবেদক

অবশেষে নিরসনের পথে এগোচ্ছে হজযাত্রীদের ভিসা জটিলতা ও ফ্লাইট সংকট। গতকাল ই-হজ ভিসা আবেদনের শেষ দিনে হজ এজেন্সিগুলো ২ হাজার ৫০০ জনের আবেদন জমা দিয়ে ভিসা সংগ্রহ করেছেন। এদিকে বাকি হজযাত্রীদের পাঠাতে ২১টি নিয়মিত ফ্লাইট বাতিল ও রিশিডিউল করেছে বাংলাদেশ বিমান। গতকাল দুটি হজ ফ্লাইট বাতিল করতে হয়েছে।

আগামী ১০ দিনে বাকি ৫৭ হাজার হজযাত্রী হজে যেতে পারবেন বলে জানিয়েছেন হজ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত বুধবার পর্যন্ত ঢাকা থেকে মোট ৭০ হাজার হজযাত্রী জেদ্দা গেছেন। বাংলাদেশ থেকে এবার হজে যাচ্ছেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে গতকাল পর্যন্ত ভিসা পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ২৫ জন। আর অল্প সংখ্যক হজযাত্রীর আবেদন জমা পড়েনি হজ অফিসে। আগামী তিন দিনের মধ্যে ভিসা জটিলতা কেটে যাবে বলে আশা করছেন হজ অফিসের কর্মকর্তারা। এদিকে সবার ভিসা হওয়ার মতো বড় দুশ্চিন্তার সমাধান হলেও সব হজযাত্রী জেদ্দায় না পৌঁছা পর্যন্ত কোনো স্বস্তি নেই বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম। তিনি জানিয়েছেন, আগামী তিন দিনের মধ্যে বাকি হজ ভিসার আবেদন জমা হবে। গতকাল ই-হজ ভিসা জমা দেওয়ার শেষ দিন হলেও কয়েকটি হজ এজেন্সি ভিসা আবেদনের সময়সীমা আরও তিন দিন বাড়ানোর জন্য সৌদি দূতাবাসে আবেদন করেছেন। পরে ধর্ম মন্ত্রণালয় থেকেও হজ এজেন্সিগুলোর আবেদনের বিষয়টি সৌদি আরব কর্তৃপক্ষের কাছে অবহিত করা হয়েছে। যাত্রী সংকট নিরসনে আজ থেকে নিয়মিত দুটি হজ ফ্লাইটের সঙ্গে অতিরিক্ত দুটি ফ্লাইটে যাত্রী পরিবহন করবে বিমান। জানা গেছে, বিগত বছরগুলোতে নির্ধারিত কোটার শতকরা ৯৭ ভাগের বেশি সংখ্যক হজযাত্রী হজে গেছেন। এবারও তেমন সংখ্যক হজযাত্রী হজে যেতে পারবেন বলে আশা প্রকাশ করছে হজ অফিস কর্তৃপক্ষ। আগামী ১০ দিনের মধ্যেই তাদের পাঠানোর সর্বাত্মক চেষ্টা চলছে। এদিকে হজযাত্রী পাঠানোর জন্য বিমানের কয়েকটি রুটে ফ্লাইট বাতিল ও রিশিডিউল করা হয়েছে। ঢাকা-দোহা এবং ঢাকা-লন্ডন রুটে আগামী ২৬ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। হজ অফিসের কর্মকর্তারা বলেছেন, এখনো যে সময় রয়েছে, তাতে বিমানের অতিরিক্ত ফ্লাইট ও ফ্লাইটের হিসাবে স্বস্তিতে ও শান্তিতে হজ পালন করতে যেতে পারবেন সবাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর