শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

অস্ট্রেলিয়া দল আসছে আজ

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে আসছে অস্ট্রেলিয়া। সব সংশয় দূর করে দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে আজ রাত পৌনে ১১টায় সিঙ্গাপুর এয়ারওয়েজে ঢাকায় পা রাখছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, জশ হ্যাজলউডরা। দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে টেস্ট সিরিজ খেলবে অসিরা। ২০০৬ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলে গিয়েছিল দলটি। রাতে ঢাকায় পা রাখা অস্ট্রেলিয়ার সফর শুরু হবে ২২-২৩ আগস্ট একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে। ২৭-৩১ আগস্ট প্রথম টেস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এবং ৪-৮ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ঢাকায় অবস্থান করবেন রেডিসান ব্লু এবং চট্টগ্রামেও রেডিসান হোটেলে।    

গত ১১ বছরে টেস্ট না খেললেও বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। ২০১১ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়াও ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপে অংশ নেয়। বাই লেটারাল সিরিজটি খেলতে ২০১৫ সালের অক্টোবরে ঢাকায় আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তার অজুহাতে শেষ মুহূর্তে সফর স্থগিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বাতিল করেনি। এবার আগস্ট-সেপ্টেম্বরে টেস্ট খেলবে বলে আগাম জানিয়েও দেয়। তারপরও ৩০ জুনের পর ফের ভেস্তে যেতে বসেছিল সিরিজটি। মোট আয়ের লভ্যাংশ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ক্রিকেটারদের মধ্যে টানাপড়েনের সৃষ্টি হয়। গত ২৫ বছর ধরে জাতীয় দলের ক্রিকেটারসহ ঘরোয়া ক্রিকেটারদের একটি অংশকে মোট লভ্যাংশের ৩০ শতাংশ দিয়ে আসছিল দেশটির ক্রিকেট বোর্ড। নতুন সভাপতি আসার পর সেই অবস্থা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় বোর্ড। তাতে ক্ষিপ্ত হয়ে উঠে ক্রিকেটারদের সংগঠন। সংগঠনের দাবি আগের অবস্থা বজায় রাখার। দুই পক্ষের কঠোর অবস্থানে সিরিজটি ভেস্তে যেতে বসেছিল। অবশেষে দুই পক্ষ নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়ালে সিরিজটি আবার আলোর মুখ দেখে। এরই মধ্যে অস্ট্রেলিয়ার দুই সদস্যের নিরাপত্তা পরিদর্শক দল এখন ঢাকায়। দলটি ঢাকায় এসেছেন শেষ সময়ের প্রস্তুতি দেখতে এবং একমাত্র প্রস্তুতি ম্যাচের ভেন্যু চূড়ান্ত করতে। বৃষ্টির জন্য প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত নয়। তবে নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, বিকেএসপি ও ইউল্যাব মাঠ রয়েছে বিসিবির তালিকায়। তিনটি ভেন্যুই পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ান পরিদর্শক দল এবং আগামীকালের মধ্যে প্রস্তুতি ম্যাচের ভেন্যু চূড়ান্ত হবে জানিয়েছেন অস্ট্রেলিয়ান নিরাপত্তা পরিদর্শক দলের প্রধান শন ক্যারল। তবে শেষ মুহূর্তে ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর