শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

‘রক্ত দিন জীবন বাঁচান’ স্লোগানে ৬০ তরুণের সাইকেল অভিযান

শেখ সফিউদ্দিন জিন্নাহ্

‘রক্ত দিন জীবন বাঁচান’ স্লোগানে ৬০ তরুণের সাইকেল অভিযান

টগবগে ৬০ জন তরুণের দল। বাহন তাদের বাইসাইকেল। স্লোগান ‘রক্ত দিন জীবন বাঁচান’। এ আহ্বানে তারা ছুটছেন গ্রাম থেকে গ্রামে। যাচ্ছেন ঘরে ঘরে। মানুষকে সচেতন করছেন, তাদের জাগিয়ে তুলছেন।

এমন ব্যতিক্রমী কর্মসূচি নিয়ে কাজ পরিচালনা করা হচ্ছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে। তরুণরা নিজেদের কাজের ফাঁকে সপ্তাহের ছুটির দিনে সকাল থেকে সন্ধ্যা অবধি এ কাজ করছেন। তাদের বয়স ৩০-এরও নিচে।  রক্তদান সচেতনতায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে তারা প্রযুক্তিরও ব্যবহার করছেন। আর এর সবই করছেন সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ উদ্যোগকে এগিয়ে নিতে ‘আমরা ভাই-ব্রাদার’ ও ‘কালীগঞ্জ ক্লাব’ নামে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন সম্প্রতি তরুণদের সঙ্গে যুক্ত হয়েছে। রক্তদান কর্মসূচিকে এগিয়ে নিতে ‘এফবি’ নামের একটি অনলাইনভিত্তিক গ্রুপ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে মুমূর্ষু মানুষকে রক্তদান করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, শুরুর দিকে চার-পাঁচজন বন্ধু মিলে রক্তদান বিষয়ে আলোচনা করা হয়। তারপর শুরু হয় কাজ। সেই থেকে সময় পেলেই তরুণরা ছুটে চলেন গ্রামে। তারা সাধারণ মানুষকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝান— ‘কেন রক্ত দেবেন, রক্ত দিলে কী লাভ, এতে কোনো ক্ষতি আছে কি-না ইত্যাদি। এই কর্মসূচিতে যুক্ত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ ছাদেকুর রহমান এই তরুণদের বিভিন্নভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তরুণরা জানান, প্রথম দিকে তারা ফেসবুকে প্রচারণা চালিয়েছেন। তারপর ভালো সাড়া পেয়ে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। এখন কর্মীরা বাড়ির বা কোনো আত্মীয়ের কাছ থেকে সাইকেল ধার নিয়ে ছুটে আসেন রক্তদান সচেতনতা র‌্যালিতে। প্রথমে তেমন সাড়া না পেলেও দিনে দিনে স্বেচ্ছাশ্রমে গণসচেতনতামূলক এ কাজে তারুণ্যের সংখ্যা বেড়েছে। তরুণরা বাইসাইকেল আর হাতে স্বেচ্ছায় রক্তদান সচেতনতার লিফলেট নিয়ে ছুটে চলেন প্রত্যন্ত অঞ্চলে। ছুটে চলেন মাঠে-ঘাঠে, পথে-প্রান্তরে। যেখানেই মানুষের জটলা, সেখানেই তারা দাঁড়িয়ে পড়েন। তারপর সবাইকে নিরাপদে, বিনামূল্যে ও স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে সচেতন করেন। সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে ইসলাম ধর্ম, চিকিৎসা বিজ্ঞান ও সামাজিকতার আলোকে। পাশাপাশি রক্তদানের উপকারিতা সম্পর্কেও ধারণা দেওয়া হচ্ছে। তরুণদের ব্যাপারে কালীগঞ্জ ক্লাবের সভাপতি আলী আল-মারুফ অনিক বলেন, রক্তদান নিয়ে অনেকের মধ্যেই ভয় কাজ করে। আবার অনেকে রক্তদানে ইচ্ছুক থাকলেও তারা জানেন না— তাদের রক্তের গ্রুপ কী? এ জন্য এই তরুণ দল স্থানীয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে স্থানীয় চারটি কলেজে বিনামূল্যে শুধু গ্রুপ পরীক্ষার জন্য ক্যাম্পের ব্যবস্থা করেছিল। ‘আমরা ভাই-ব্রাদার ক্লাবের’ সাংগঠনিক সম্পাদক কিবরিয়া রাব্বি বলেন, রক্তের অভাবে কোনো গর্ভবতী মা অথবা মুমূর্ষু কোনো রোগীর মৃত্যু হতে দেবেন না— এমন চিন্তা থেকে তরুণদের এই ব্যতিক্রমী উদ্যোগকে আমি স্বাগত জানাই। গ্রামাঞ্চলে আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে আমাদের অনাগত সন্তানের লিঙ্গ যাচাই করছি। কিন্তু একজন গর্ভবতী মায়ের যে সন্তান প্রসবের সময় রক্ত প্রয়োজন— সে ব্যাপারে একদমই খেয়াল রাখছি না। এক্ষেত্রে তরুণ দল দারুণ কাজ করছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বলেন, রক্তের অভাবে গর্ভবতী মাসহ অনেক রোগীরই মৃত্যু হয়। এ ক্ষেত্রে নিঃসন্দেহে তরুণদের এই উদ্যোগ প্রশংসনীয়। এ কারণেই আমি তাদের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছি।

সর্বশেষ খবর