রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

হামলা আতঙ্কে ইউরোপ

এবার রাশিয়ায় ছুরি দিয়ে হামলা, আহত ৮

প্রতিদিন ডেস্ক

হামলা আতঙ্কে ইউরোপ

ফিনল্যান্ডে হামলায় নিহতের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা —এএফপি

ইউরোপের ফিনল্যান্ডের তুরকু শহরে ছুরি দিয়ে চালিত প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর এবার রাশিয়ায় একই ধরনের ঘটনা ঘটেছে। স্পেনের বার্সেলোনা ও ক্যামব্রিলসে আইএসের ভয়াবহ সন্ত্রাসী হামলায় বহু প্রাণহানির ঘটনায় মহাদেশটি জুড়ে বিদ্যমান আতঙ্কের মধ্যেই পূর্ব ইউরোপের দেশ রাশিয়ায় হামলার ওই ঘটনা ঘটল। দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল খানতি-মানসির রাজধানী সুরগুতে গতকাল সকালে ছুরি দিয়ে পথচারীদের ওপর হামলাটি চালানো হয়। এতে ৮ জন আহত হন। অবশ্য পুলিশের গুলিতে পরে হামলাকারী নিহত হয়েছেন। হামলাকারী স্থানীয় বাসিন্দা বলে দেশটির জাতীয় তদন্ত সংস্থা জানিয়েছে। তবে প্রাথমিকভাবে এ হামলাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে দেখছেন না তদন্তসংশ্লিষ্টরা। সর্বশেষ খবর পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি। ১৮ আগস্ট ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তুরকু শহরে একই ধরনের হামলায় দুজন নিহত হন। হামলার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এটি সন্ত্রাসী হামলা বলে দেশটির পুলিশ জানিয়েছে। এর এক দিন পরই রাশিয়ার সুরগুত শহরে ওই হামলার ঘটনা ঘটল। রাশিয়ার জাতীয় তদন্ত সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটির স্থানীয় শাখা জানায়, গতকাল বেলা ১১টা ২০ মিনিটের দিকে ওই হামলার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাথমিকভাবে আহতের সংখ্যা ৮ জানালেও পরে তা সংশোধন করে। প্রত্যক্ষদর্শীদের বরাতে খবরে বলা হয়েছে, ঘটনার খবর পেয়ে আসা পুলিশের টহল বাহিনীর গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। আত্মসমর্পণ করতে পুলিশের পক্ষ থেকে ফাঁকা গুলি ছোড়া হলেও হামলাকারী তা এড়িয়ে চলেন। পরে পুলিশ তাকে গুলি করে হত্যা করতে বাধ্য হয়। হামলাকারীর বয়স বিশের কোটায় বলে তদন্ত সংস্থাটি জানিয়েছে। সুরগুত শহরে হামলার উদ্দেশ্য কী পুলিশ তা জানার চেষ্টা করছে। তবে তারা একে তাত্ক্ষণিকভাবে সন্ত্রাসী হামলা বলতে নারাজ। পুলিশের গণমাধ্যম শাখা বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে এ কথা জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে হামলাকারী মানসিক বিকারগ্রস্ত বলে দাবি করা হয়েছে। তদন্তকারীরা এ দাবির সত্যতা যাচাই করছেন বলে পুলিশের বরাতে বার্তা সংস্থা তাস জানিয়েছে।

ফিনল্যান্ডে হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত : এদিকে, ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুরকুতে ছুরি দিয়ে চালিত হামলার ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছে দেশটির পুলিশ। যদিও প্রাথমিকভাবে এ ঘটনাকে স্রেফ হত্যাকাণ্ড ধরে নিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে এ ব্যাপারে আরও তথ্যপ্রাপ্তির পরিপ্রেক্ষিতে এ ধারণা থেকে সরে আসা হয়। তবে হামলার মোটিভ কী তা পরিষ্কার করেনি পুলিশ। হামলার পরপরই গ্রেফতার প্রধান সন্দেহভাজন মরক্কোর নাগরিক বলেও পুলিশ জানিয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও পাঁচ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশটির জাতীয় তদন্ত ব্যুরোর একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে গতকাল জানিয়েছেন, প্রধান সন্দেহভাজনের সঙ্গে আটকদের যোগাযোগ থাকলেও হামলায় তাদের ভূমিকা কী ছিল এ ব্যাপারে নিশ্চিত নন তারা। বিবিসি, এএফপি, রাশিয়া টুডে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর