রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

থমথমে অবস্থা স্পেন জুড়ে

সাহাদুল সুহেদ, স্পেন থেকে

বার্সেলোনায় গত বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলার ঘটনায় স্পেনজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার থেকে স্পেনে তিন দিনের রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে। এ ছাড়া ৬ নম্বর সতর্ক সংকেত জারি করেছে স্পেনের নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের ধরতে পুলিশ চিরুনি অভিযানে নেমেছে। এতে আতঙ্কের মাঝে আছেন অবৈধ অভিবাসীরা।

কাতালনিয়া প্রদেশের রাজধানী বার্সেলোনা ও এর আশপাশে প্রায় ২-৩ হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসী বসবাস করেন। পুলিশি অভিযানের ভয়ে তারা ঘর থেকে বের হচ্ছেন না।  প্রসঙ্গত, বার্সেলোনার পর্যটকদের অন্যতম আকর্ষণ ‘লা রামলা’য় বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলায় ১৩ জন নিহত ও অর্ধশতাধিক পথচারী আহত হলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘এখানে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে আছেন।

 এ ঘটনায় বাংলাদেশির ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেরিত শোকবার্তা স্পেন সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।’ প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকার পাশেই সন্ত্রাসী হামলার ঘটনাস্থল হওয়ায় এর আশপাশের বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায়ী উত্তম কুমার বলেন, লা রামলায় আমার দুটি হোটেল আছে। কিন্তু ঘটনার পর থেকেই নির্দিষ্ট দিনের আগে অধিকাংশরা হোটেল ছেড়ে চলে যাচ্ছেন। নতুন করে কেউ আসছেনও না। আমাদের ব্যবসায় ভাটা পড়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করায় বাংলাদেশি প্রবাসী মুসলমানদের মাঝেও উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে। তবে বার্সেলোনায় বাংলাদেশিদের দ্বারা পরিচালিত শাহজালাল জামে মসজিদ পরিচলনা কমিটি সহসভাপতি আবদুল বাছিত কয়ছর জানান, এসব সন্ত্রাসী হামলার সঙ্গে ইসলাম ধর্মের সম্পর্ক নেই। তাই মুসলমানদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর