মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দুর্গম পাহাড়ে বাংলা ভাষা শিক্ষা

জহুরুল আলম, খাগড়াছড়ি

দুর্গম পাহাড়ে বাংলা ভাষা শিক্ষা

দুর্গম পাহাড়ে বাংলা ভাষা শেখানোর ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে জাবারাং কল্যাণ সমিতি ও সেফ দ্য চিলড্রেন। রিড প্রোগ্রামের আওতায় এ শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। কার্যক্রমের বিষয়ে জানা গেছে, অনগ্রসর পাহাড়ি শিক্ষার্থীদের মানসম্মত বাংলা পড়ায় দক্ষ করে গড়ে তুলতে খাগড়াছড়ি শহর থেকে ১৯ কিলোমিটার দূরে ভাইবোনছড়া ইউপির বড়পাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। স্কুলের পাশে একটি আশ্রমে বাংলা পড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মা-বাবাদের নিয়ে নিয়মিত সমাবেশও করা হচ্ছে। এ প্রকল্পের সমন্বয়কারী কর্মকর্তা দয়ানন্দ ত্রিপুরা বলেন, ত্রিপুরা জনাগোষ্ঠীর ১ম, ২য় ও ৩য় শ্রেণির ছাত্রছাত্রীদের ‘ককবরক’ ভাষার পাশাপাশি বাংলা ভাষায় বাংলা পঠন, উচ্চারণ, লিখন শেখানো হচ্ছে। শৈশবকাল থেকে এদের বাংলায় দক্ষ করে তুলতে আমরা এ কার্যক্রম চালাচ্ছি। কর্মসূচির আওতায় বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে পাঠ্যবই বাংলায় পড়ানো ছাড়াও পড়াকে আনন্দময় করে তোলার জন্য হাস্যরসের গল্প পড়ানো হচ্ছে। স্থানীয় দুজন তরুণ-তরুণীকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে এ কার্যক্রম চালানো হচ্ছে। এরসঙ্গে পরিবারের লোকজনকে ডেকে সমাবেশ করে তাদেরও বাংলা ভাষায় শিক্ষিত ও সচেতন করা হচ্ছে।

 

সর্বশেষ খবর