বুধবার, ২৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
আসছে কোরবানি

ঈদ বাজারে খামারের দুম্বা

শেখ সফিউদ্দিন জিন্নাহ্

ঈদ বাজারে খামারের দুম্বা

আসন্ন ঈদুল আজহায় গরু-ছাগলের হাটে দেশীয় প্রাণীর পাশাপাশি মরু অঞ্চলের উট, দুম্বা ও গাড়লের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। রাজধানী ঢাকার গরু-ছাগলের হাটে এখন উট, দুম্বা ও গাড়ল বিক্রির ধুম পড়ে। আর এসব চাহিদা মেটাতে দেশেই এখন বাণিজ্যিকভাবে দুম্বা ও গাড়লের খামার গড়ে উঠেছে। রাজধানী ঢাকার পাশের গাজীপুরের শ্রীপুরে কয়েকটি খামারের সন্ধান পাওয়া গেছে। এ খামারগুলোতে দুম্বা, গাড়লসহ বিভিন্ন প্রজাতির ছাগলও পালন করা হচ্ছে। তবে খামারের মালিক বলেন, শুধু ঈদের বাজারকে কেন্দ্র করেই গড়ে তোলা হয়নি এই খামার। টঙ্গীর বোর্ডবাজার ও কাপাসিয়ার ত্রিমোহনীতে আলাদা দুটি গাড়লের খামার রয়েছে। এদেরও লক্ষ্য এবারের কোরবানির ঈদ। ঈদে যাতে সাধারণ ক্রেতারা তাদের চাহিদা মতো আরব দেশের দুম্বা ও গাড়ল কিনতে পারেন এমন লক্ষ্যেই তাদের খামার গড়া। জানা গেছে, শ্রীপুরের বরমী এলাকার ব্যবসায়ী জামাল উদ্দিন আহমেদ ধর্মীয় চিন্তা করে গড়ে তোলেন এই দুম্বা-গাড়লের খামার। খামারে ছোট-বড় অর্ধশতাধিক দুম্বা রয়েছে। ইতিমধ্যে দুম্বার পাশাপাশি খামারে তোতাপুরী, যমুনাপুরী, চিত্রাপুরী ছাগল ও গাড়ল পালন করছেন। রয়েছে সাদা সৌদিয়ান হারিয়ান প্রজাতির ছাগলও। আর তার এই খামারে প্রতিনিয়তই কোনো না কোনো জাতের দুম্বা, ছাগল, গাড়ল বাচ্চা দিচ্ছে। খামারের মালিক বলেন, এখন খামারে দুই শতাধিক দুম্বা, গাড়ল, ভেড়াসহ উন্নত জাতের বিভিন্ন প্রজাতির ছাগল রয়েছে। ভারতের বিভিন্ন অঞ্চল থেকেও উন্নত জাতের দুম্বা, ছাগল সংগ্রহ করা হয়েছে। মালিক জানান, ২০১৪ সালের দিকে দুম্বা, গাড়ল, রামছাগলসহ ৭০টি প্রাণী নিয়ে খামারের যাত্রা শুরু। তিনি জানান, খামারে ৬৫ দুম্বা, ৭০ গাড়ল, ১০ তোতাপুরী ছাগল, ১০ যমুনাপুরী ছাগল, ১০ বুয়াং ছাগল ও ১০টি চিত্রাপুরী ছাগল রয়েছে। তিনি জানান, একটি পূর্ণ বয়স্ক দুম্বার বাজারমূল্য এক লাখ বিশ হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত। খামারে সবচেয়ে বেশি দামি ছাগল হচ্ছে সাদা সৌদিয়ান হারিয়ানা। যার মূল্য প্রায় দুই লাখ টাকা। গাড়ল, তোতাপুরী ছাগল, যমুনাপুরী ছাগলগুলো ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকা। শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল জলিল বলেন, জামাল উদ্দিনের দুম্বা, গাড়ল পালনের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানাই। শুধু দুম্বাই নয় তার কাছে অনেক উন্নত জাতের ছাগল রয়েছে যা অত্যন্ত আকর্ষণীয় ও মূল্যবান। আমরা প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে টিকাসহ নিয়মিত প্রয়োজনীয় সেবা প্রদান করে থাকি। তার দুম্বা খামার দেখে অনেকেই দুম্বার খামার করতে আগ্রহ প্রকাশ করে পরামর্শ নিতে আসেন।

সর্বশেষ খবর