শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মন্ত্রী বললেন, আতঙ্কের কোনো কারণ নেই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এবারের ঈদে ঘরমুখো মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। গেল ঈদে মহাসড়কে তেমন যানজট ছিল না। এবারও মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যে কোনো মূল্যে মহাসড়ক সচল রাখা হবে। বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন পয়েন্টে সাময়িক সমস্যার সৃষ্টি হলেও মহাসড়কগুলো ভালো অবস্থায় রয়েছে। তবে রাতের বেলায় যানবাহনে চাঁদাবাজির কারণে কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্টদের এ ব্যাপারে কড়া নির্দেশ দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। শিগগিরই এসব নিয়ন্ত্রণ করা হবে।’ এবারের ঈদে পথঘাট যানজটমুক্ত থাকবে এবং মানুষকে ভোগান্তি পোহাতে হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে এ মন্তব্য করেন মন্ত্রী। এর আগে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবস্থা ঘুরে দেখেন এবং টোল প্লাজা নিয়ন্ত্রণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘বর্তমান সরকারের মেয়াদেই গ্রেনেড হামলার বিচার হবে’ নিজস্ব প্রতিবেদক জানান, ওবায়দুল কাদের বলেছেন, ‘২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় যে বিএনপি-জামায়াত জড়িত ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হামলা-পরবর্তী নানা ঘটনায় তা প্রমাণিত হয়েছে। আর একই শক্তি বিচারিক আদালতে নানা অজুহাত তৈরি করে মামলাটি পেছানোর চেষ্টা করছে। কিন্তু তাদের সে চেষ্টা সফল হবে না। বর্তমান সরকারের আমলেই বিচার শেষ হবে।’ গতকাল সকালে রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। কাদের বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় বিএনপি ক্ষমতায় যাওয়ার যে রঙিন খোয়াব দেখেছিল তা ভণ্ডুল হয়ে গেছে। বিএনপি এখন এলোমেলো বক্তব্য দিচ্ছে। বিএনপির এ স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না।’ এ সময় উপস্থিত ছিলেন আবদুর রহমান, আহমদ হোসেন, এনামুল হক শামীম, হাবিবুর রহমান সিরাজ, ড. আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, ডা. রোকেয়া সুলতানা, বিপ্লব বড়ুয়া, শাহে আলম মুরাদ। এ ছাড়া ঢাকা মহানগরী আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা তাদের নিজ নিজ সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে আইভি রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর