শনিবার, ২৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পুলিশের মিসফায়ারে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব আহত

নিজস্ব প্রতিবেদক

পুলিশের মিসফায়ারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) সচিব শাহেদুল খবির চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেল থেকে বের হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, এ ঘটনায় কনস্টেবল ইমরান ও আশরাফুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গুলিবিদ্ধ শাহেদুল খবির বলেন, বৃহস্পতিবার রাতে হোটেল ওয়েস্টিনে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সভা ছিল। সভা শেষে হোটেল থেকে বেরিয়ে সড়কের পাশে অবস্থান করছিলেন তিনি। তার কাছেই পুলিশের কয়েকজন সদস্য কর্তব্যরত ছিলেন। তাদের একজনের শটগান থেকে গুলি বেরিয়ে তার শরীরে লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া বলেন, রাতে সচিব মহোদয় হোটেলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন বেশ দূরে অবস্থান করা পুলিশ সদস্যদের শটগান লোড-আনলোডের সময় অসতর্কতাবশত ‘মিসফায়ার’ হয়। শটগান থেকে বের হওয়া রাবার বুলেটের ভিতরের বলসদৃশ অংশগুলো সাধারণত ছড়িয়ে যায়। এই বলের ৪-৫টি সচিবের হাত-পা ও পেটে লাগে। তিনি বর্তমানে সুস্থ আছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সর্বশেষ খবর