মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

অনলাইনে গরুর অর্ডার

জয়শ্রী ভাদুড়ী

অনলাইনে গরুর অর্ডার

গরু বাড়ছে কোরবানির হাটে। গতকাল গাবতলী থেকে তোলা ছবি —জয়ীতা রায়

কোরবানির গরু কিনতে হাটের ঝক্কিঝামেলা এড়াতে মানুষের ক্লিক বাড়ছে অনলাইন গরুর হাটে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের গরুর হাটে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে ভার্চুয়াল হাটও জমে উঠেছে। অনলাইনে অর্ডার দিলেই গরু পৌঁছে যাবে ক্রেতার বাড়িতে। ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেটে এ ব্যবসা পরিচালনা করছে বেশকিছু প্রতিষ্ঠান। ই-কমার্স গ্রুপগুলোর পাশাপাশি ফেসবুক পেজেও চলছে গরু কেনাবেচা। সংশ্লিষ্টরা বলছেন, মানুষ এখনো রাজধানীর এবং বিভিন্ন স্থানের আঞ্চলিক হাটগুলোর ওপর নির্ভরশীল থাকলেও আস্তে আস্তে অনলাইন হাটগুলোতে ক্রেতার সংখ্যা বাড়ছে। গরুর হাটের ভিড়, ধাক্কাধাক্কি, কাদাপানি আর দালালের টানাটানির হাত থেকে রেহাই পেতে অনলাইন থেকে কোরবানির গরু কিনছেন অনেকেই। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান সরাসরি কৃষকের সঙ্গে ক্রেতার যোগাযোগ করিয়ে দিচ্ছে। ছবি দেখার পাশাপাশি প্রয়োজনীয় জিজ্ঞাসা থাকলে কৃষকের সঙ্গে কথা বলছেন ক্রেতারা। তবে সবাই যে কেনার জন্য অনলাইনে ঢুঁ মারছেন তা নয়, অনেক কৌতূহলী ভিজিটরও ঘুরছেন সাইটগুলো। কোরবানির পশু কেনার এই প্রক্রিয়ায় গরু-ছাগল কিনে আনার ঝামেলা নেই। অনলাইনে বুকিং দিয়ে কিছু অর্থ অগ্রিম পরিশোধ করলে নির্দিষ্ট সময়ে পশু পৌঁছে যাবে ক্রেতার বাড়িতে। এর মধ্যে কিছু কোম্পানি নিজেদের খামারে লালন-পালন করা গরু বিক্রি করছে নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে। এ ব্যবসায় সবচেয়ে ভালো সাড়া পাচ্ছে বেঙ্গল মিট। পাবনার সাঁথিয়াতে প্রতিষ্ঠানটির নিজেদের খামারে গরু পালন করে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে বিক্রি করছে। প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা এইচ ইউ এম মেহেদী সাজ্জাদ বলেন, গত বছর অনলাইনে আমরা গরু বিক্রি করেছিলাম ১০০টি। এ বছর ৫০০ ছাড়িয়ে গেছে। গরু বিক্রির পাশাপাশি আমরা কোরবানি দিয়ে মাংস পৌঁছে দেওয়ার অর্ডারও নিয়ে থাকি। গত বছর এরকম অর্ডার পেয়েছিলাম ৩৯টি, এবার গতকাল পর্যন্ত ৫৫টি পেয়েছি।

অনলাইনে গরু বিক্রি করে কৃষকদের ন্যায্য মূল্য পাইয়ে দিতে কাজ করছে ‘আমার দেশ আমার গ্রাম’ নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ওয়েব পেজে দেখা যায়, বিভিন্ন এলাকার গরুর দাম, ছবিসহ বিস্তারিত বিবরণ দেওয়া আছে। তবে কিশোরগঞ্জের গরুর সংখ্যা তুলনামূলক বেশি। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান জানান, অন্য বছরগুলোতে গরুর বেশি চালান আসত উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে। এ বছর সেখানে বন্যা হওয়ায় এখন পর্যন্ত কিছুটা মন্দাভাব আছে। তবে কিশোরগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইলের কৃষকদের গরু তাদের ওয়েবসাইটের পাতায় উঠছে। এই কেনাবেচার প্রক্রিয়ায় গরু ক্রেতার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত সেবামাশুল নেওয়া হয়। আমরা এখন পর্যন্ত শুধু রাজধানীবাসীকে সেবা দিতে পারছি। গতকাল পর্যন্ত আমরা ২২টি গরু বিক্রি করেছি। শুধু এই ওয়েবসাইট নয়, অনলাইন বেচাকেনার জনপ্রিয় ওয়েবসাইট বিক্রয় ডটকমেও জমে উঠেছে কোরবানির গরু কেনাবেচা। ক্লিকবিডি লিমিটেড নামের একটি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানও তাদের ওয়েবসাইটে কোরবানির পশু বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে। অনলাইনে কোরবানির গরু কিনেছেন উত্তরার সেক্টর-৩ এর বাসিন্দা ইমতিয়াজ রহমান। তিনি বলেন, আমি গত বছরও অনলাইনে গরু কিনেছিলাম। হাটে গিয়ে গরু কিনে আনা মানে বিশাল ঝামেলার কাজ। এত কষ্ট করে এনেও পরিবারের অনেকের পছন্দ হয় না। তাই সবার পছন্দমতো অনলাইনে নির্ঝঞ্ঝাট গরু কিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর