মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

এখনো ছুটির আমেজে নগরী

ফাঁকা অফিস আদালত

নিজস্ব প্রতিবেদক

বরাবরের মতো এবারও রাজধানীতে ছুটির আমেজ এখনো কাটেনি। সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা সর্বত্রই ছুটির আমেজ বিরাজ করছে। নগরীর প্রধান সড়কগুলো থেকে শুরু করে পাড়া-মহল্লার সড়কগুলোও ফিরে পায়নি চেনা রূপ। বেশির ভাগ রাস্তাই এখনো ফাঁকা। তবে কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে, ঈদের আনন্দ কাটিয়ে লোকজন ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত নগরীতে; জীবিকার সন্ধানে।

ঈদের ছুটি শেষে গতকাল প্রথম কর্মদিবসে অফিসে কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন উৎসবের আমেজে। একে অন্যের সঙ্গে করেছেন ঈদের শুভেচ্ছা বিনিময়। তবে অধিকাংশ অফিসেই কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল বেশ কম। মতিঝিলের ব্যাংকপাড়া, রাজধানীর বিভিন্ন এলাকার সরকারি-বেসরকারি অফিস ও উন্নয়ন সংস্থার দফতরগুলোয় ছিল একই চিত্র। প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে দেখা গেছে ঈদের ছুটি শেষে কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি খুবই কম। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সচিবালয়ে সকাল থেকেই নিজ দফতরে দায়িত্ব পালন করেন। কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। মন্ত্রিসভার বৈঠক না থাকায় মন্ত্রী, প্রতিমন্ত্রীদের উপস্থিতি ছিল কম। সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুসহ অন্য মন্ত্রীরা নিজ নিজ দফতরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কেউ কেউ সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেন। অন্যদিকে নগরীতে গতকাল যেমন জনমানুষের উপস্থিতি ছিল কম, তেমনি গণপরিবহনের সংখ্যাও ছিল একেবারে নগণ্য। রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল। বাংলামোটর, ফার্মগেট, শাহবাগ, কারওয়ান বাজারে চিরচেনা যানজট দেখা যায়নি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর