শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

৫২ ঘণ্টা তালাবদ্ধ ঘরে বন্দী, মাকে উদ্ধার পাষণ্ড ছেলে পলাতক

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের দক্ষিণ পটুয়াপাড়া এলাকায় জোবেদা বেওয়া (৭০) নামে এক বৃদ্ধা মাকে ৫২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানু বুধবার রাত ৮টার সময় তালা ভেঙে জোবেদাকে উদ্ধার করার পর রাতের খাবার খাওয়ানো হয়। মঙ্গলবার সকালে জোবেদাকে তার আপন ছেলে মাহবুব হোসেন নিজ বাড়ির একটি ছোট ঘরে তালাবদ্ধ অবস্থায় আটকে রেখে বাইরে চলে যান। ফলে দীর্ঘ সময় অভুক্ত থাকেন তার মা জোবেদা বেওয়া। জোবেদা বেওয়া শহরের দক্ষিণ পটুয়াপাড়া এলাকার মরহুম মোজাহার আলী তালুকদারের স্ত্রী এবং মাহবুব হোসেন তারই ঔরসজাত সন্তান।

নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানু জানান, গত ৫ সেপ্টেম্বর সকালে ছেলে মাহবুব হোসেন তার বৃদ্ধা মাকে তার বাড়িতে ছোট একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় রেখে বাইরে চলে যান। এরপর আর বাড়ি ফিরে আসেননি। পরে মা জোবেদা বেওয়া ক্ষুধার জ্বালা সইতে না পেরে কান্নাকাটি ও চিৎকার করতে থাকেন। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে ঘটনাটি জেলা প্রশাসককে অবহিত করে। পরে জেলা প্রশাসক শাহিনা খাতুনের নির্দেশে ৫২ ঘণ্টা পর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানু পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে বৃদ্ধাকে উদ্ধার করেন এবং রাতের খাবার খাওয়ান। এ ব্যাপারে ছেলে মাহবুব হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। এলাকাবাসী জানান, মাহবুব পলাতক আছেন।

সর্বশেষ খবর