শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
সৌরবিদ্যুৎ প্রকল্প

সারা দেশে ৩২টি সোলার পার্ক স্থাপনের উদ্যোগ

জিন্নাতুন নূর

সরকার আগামী তিন বছরের মধ্যে অতিরিক্ত দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উ ৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এটা দেশের মোট বিদ্যুৎ উ ৎপাদনের ১০ শতাংশ। আর এই উদ্যোগ বাস্তবায়নে সরকার সৌরবিদ্যুৎ উ ৎপাদনে বেশ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে মোট ৩২টি সোলার পার্ক স্থাপন করা হবে। যার মধ্যে সরকারি উদ্যোগে স্থাপন করা হবে ১০টি এবং বেসরকারি উদ্যোগে স্থাপন করা হবে মোট ২২টি সোলার পার্ক। আর এই সোলার পার্কগুলোর মোট বিদ্যুৎ উ ৎপাদন ক্ষমতা দুই হাজার ৩১৮ মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের দেওয়া তথ্যে, সরকারিভাবে পাঁচটি সংস্থা এই সোলার পার্ক স্থাপন করবে। এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) ৫টি, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (নওপাজেকো লি.) ২টি, আশুগঞ্জ পাওয়ার কোম্পানি লিমিটেড (এপিসিএল) ১টি, রুরাল পাওয়ার কোম্পানি লি. (আরপিসিএল) ২টি ও ইলেকট্রিক জেনারেশন কোম্পানি লি. ১টি সোলার পার্ক স্থাপন করবে। বাবিউবোর সোলার পার্কগুলো হচ্ছে ফেনীর সোনাগাজীর ১০০ মেগাওয়াটের ফটোভলটেইক বেজড গ্রিড কানেকটেড পাওয়ার প্ল্যান্ট। এর অর্থায়ন করবে গ্রিন ক্লাইমেট ফান্ড। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদী এলাকায় ৬০ মেগাওয়াট সোলার পার্ক। রংপুরে  ৩০ মেগাওয়াটের গঙ্গাচড়া সোলার পার্ক। এর অর্থায়ন করবে ইন্ট্রাকো সোলার পাওয়ার লি.। আগামী বছর এর উ ৎপাদনে আসার কথা। কুড়িগ্রামের ধরলা নদী সংলগ্ন এলাকায় ধরলা ৩০ মেগাওয়াট সোলার পার্ক প্রকল্প। জামালপুরের সরিষাবাড়িতে ৩ মেগাওয়াট গ্রিড কানেক্টেড সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট।

নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি. ফরিদপুরের চরভদ্রাসনে ১০০ মেগাওয়াটের এবং সিরাজগঞ্জে ৭.৬ মেগাওয়াটের আরেকটি সোলার পার্ক করছে। ইলেকট্রিক জেনারেশন কোম্পানি লি. ফেনীর সোনাগাজীতে সোনাগাজী ২০০ মেগাওয়াট উইন্ড সোলার পাওয়ার প্ল্যান্ট করবে। আশুগঞ্জ পাওয়ার কোম্পানি লিমিটেড করবে ৮০ মেগাওয়াট সোলার পার্ক। আর রুরাল পাওয়ার কোম্পানি লি. বাগেরহাটের মোল্লারহাটে ২০০ মেগাওয়াট পিভি সোলার পার্ক এবং ২০০ মেগাওয়াটের আরেকটি সোলার পার্ক করবে। অন্যদিকে বেসরকারিভাবে আইপিপি (ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসর) ২২টি সোলার পার্ক স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সান এডিশন এনার্জি হোল্ডিং লি. কক্সবাজারের টেকনাফে ২০০ মেগাওয়াট, ময়মনসিংহের সুতিয়াখালীতে ৫০ মেগাওয়াটের (এসি) সোলার পার্ক, এডিসন-পাওয়ার পয়েন্ট অ্যান্ড হাওর বাংলা-কোরিয়া গ্রিন এনার্জি সুনামগঞ্জের ধর্মপাশায় ৩২ মেগাওয়াট (এসি) সোলার পার্ক, ইন্ট্রাকো সিএনজি লি. অ্যান্ড জুলি নিউ এনার্জি লি. রংপুরের গঙ্গাচড়ায় ৩০ মেগাওয়াট (এসি) সোলার পার্ক, জোলেস পাওয়ার লি. কক্সবাজারে ২০ মেগাওয়াট (এসি) সোলার পার্ক, বেক্সিমকো পাওয়ার কো. লি. অ্যান্ড টিবিইএ জিনজিয়াং সানওয়েসিস কো. লি. গাইবান্ধায় ২০০ মেগাওয়াট (এসি) সোলার পার্ক, সিমবিওয়ার সোলার সিয়াম অ্যান্ড হল্যান্ড কনস্ট্রাকসন মৌলভীবাজারে ১০ মেগাওয়াট (এসি) সোলার পার্ক, বেক্সিমকো পাওয়ার অ্যান্ড জিয়াংগুসো জংগিতাং টেকনোলজি পঞ্চগড়ে ৩০ মেগাওযাট (এসি) সোলার পার্ক, গ্রিন হাউসিং অ্যান্ড এনার্জি লি. লালমনিরহাটের পাটগ্রামে ৫ মেগাওয়াট (এসি) সোলার পার্ক, গোলডেন হারভেস্ট অ্যান্ড ডিআরইপিএল কনসোর্টিয়াম সিলেটের গোয়াইনঘাটে ১০ মেগাওয়াট (এসি) সোলার পার্ক, ব্লু মাউনটেন লি. নারায়ণগঞ্জের বাড়াদিতে ১০০ মেগাওয়াট (এসি) সোলার পার্ক, এনারগন টেকনোলজি কো. লি, বাগেরহাটে ১০০ মেগাওয়াট (এসি) সোলার পার্ক, মানিকগঞ্জে কনসোর্টিয়াম অব স্পেকট্রা ইঞ্জিনিয়ার লি. অ্যান্ড সানফেং ইনভেস্টমেন্ট লি. ৩৫ মেগাওয়াট (এসি) সোলার পার্ক, ভোলায় গ্রিনউইচ এলকন বাংলাদেশ লি. ৫০ মেগাওয়াট (এসি) সোলার পার্ক, টাঙ্গাইলের পোড়াবাড়িতে কনসোর্টিয়াম অব হানাওহা কোম্পানি ৬০ মেগাওয়াট (এসি) সোলার পার্ক, জেজিয়াং কো. লি. লালমনিরহাটের তিস্তা ব্যারাজে ১০০ মেগাওয়াট (এসি) সোলার পার্ক, আর পঞ্চগড়ে জিভি অব প্যারাগন লি. ৮ মেগাওয়াট (এসি) সোলার পার্ক নির্মাণ করবে। এর বাইরে পঞ্চগড়ে বিজিবি পাওয়ার কোম্পানি ৭০  মেগাওয়াটের সোলার পার্ক, সিলেটের বালাগঞ্জে ১০০ মেগাওয়াটের আরেকটি সোলার পার্ক করছে এনারগন টেকনোলজি, টেকনাফে ২০ মেগাওয়াটের সোলার পার্ক করছে জোলেস পাওয়ার লি. এবং কাপ্তাইয়ে এডিবির অর্থায়নে ৭.৪ মেগাওয়াটের আরেকটি সোলার পার্ক করা হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ২০২০ সালে মোট বিদ্যুৎ চাহিদার অন্তত ১০ শতাংশ আমরা নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে পাওয়ার জন্য কাজ করে যাচ্ছি। এজন্য বিভিন্ন স্থানে সোলার পার্ক করা হচ্ছে। সেখান থেকে সৌরবিদ্যুৎ উ ৎপাদন করা হবে। আর তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাকেও নবায়নযোগ্য জ্বালানির উ ৎপাদন, ব্যবহার ও প্রসারে কাজ করার জন্য আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর