শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ঢাকাবাসীর পায়রা প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

ঢাকাবাসীর পায়রা প্রদর্শনী

শান্তির প্রতীক পায়রা। শান্তির বারতা নিয়ে আসে বলে যে কোনো শুভ কাজেই পায়রার কদর বেড়ে যায়। শান্তির পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে পায়রার তুলনা করা হয়। এই প্রতীককে নিয়ে ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর আয়োজন করে ‘আমরা ঢাকাবাসী’ সংগঠন। গতকাল সংগঠনটির হাজারীবাগের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যদের পাশাপাশি পুরান ঢাকার বিভিন্ন অঞ্চলের মানুষ নিজ নিজ পায়রা নিয়ে প্রদর্শনীতে অংশ নেন। পায়রার সমাহারে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক ব্যতিক্রমী সেতুবন্ধ। দুপুর বারোটা থেকে শুরু হয়ে এ আয়োজন চলে সন্ধ্যা পর্যন্ত।

শুভ্র, সুন্দর, স্বচ্ছতা ও শান্তির এই প্রতীক পুরান ঢাকার বাসিন্দাদের মাঝে ভিন্ন ধরনের আনন্দ নিয়ে এসেছে মনে করেন সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টরা। তারা জানান, এটি আপাতদৃষ্টিতে পায়রার প্রদর্শনী বলে মনে হলেও শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে আগতদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর