শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
খোয়াই ও সোনাই নদী

নৌকা ডুবে ছয়জনের প্রাণহানি, নিখোঁজ ৭

প্রতিদিন ডেস্ক

হবিগঞ্জের খোয়াই নদীতে নৌকা ডুবে ৪ ও ব্র্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সোনাই নদীতে বরযাত্রীবাহী ট্রলার ডুবে দুজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। হবিগঞ্জ শহরতলির লম্বাবাক এলাকায় খোয়াই নদীতে নৌকা ডুবে নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— হবিগঞ্জ সদর উপজেলার মানিকারআব্দা গ্রামের অবলা রানী সরকার (৩৫), বানিয়াচঙ্গ উপজেলার ভবানীপুর গ্রামের মুক্তা রানী দাস, দক্ষিণ সাঙ্গর গ্রামের ফুল বানু। এ ঘটনায় নিখোঁজ সাতজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ঢাকা থেকে আগত ডুবুরি দল। অপরদিকে সোনাই নদীতে বরযাত্রীবাহী ট্রলার ডুবে নিহতরা হলো বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের আবদুল হাইয়ের মেয়ে শ্রাবন্তী (৬), একই এলাকার আবু সালেহ মিয়ার মেয়ে মুক্তা (১৩)। পুলিশ জানায়, দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ডিঙ্গিঘাট থেকে প্রায় শতাধিক বরযাত্রী নিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুরাদপুর গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিখোঁজ নেই বলে জানান বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আবু তাহের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পৌর ঘাটলা থেকে শতাধিক যাত্রী নিয়ে সুজাতপুরের উদ্দেশে রওয়ানা দেয় একটি ইঞ্জিনচালিত নৌকা। যাত্রাপথে নদীতে বানের পানির স্রোত থাকায় নৌকাটি দ্রুতগতিতে যাচ্ছিল। একপর্যায়ে নৌকাটি নদীর লম্বাবাক পাথরছড়া এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পানিতে ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতার কেটে নদীর পাড়ে উঠলেও বৃদ্ধ মহিলা ও শিশুরা পানিতে তলিয়ে নিখোঁজ হয়। নৌকার মাঝি আইনাল হককেও খোঁজে পাওয়া যায়নি। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে গতকাল ঢাকা থেকে আবুল খায়েরের নেতৃত্বে চার সদস্যের একটি ডুবুরি দল হবিগঞ্জ আসে। দুপুরে তারা হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর