রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে হেফাজত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা বন্ধ না হলে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে জাতিসংঘ এবং ওআইসিতে স্মারকলিপি, দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করার ঘোষণা দেওয়া হয়েছে। এরপরও হত্যা বন্ধ না হলে আরাকান (রাখাইন) অভিমুখে লংমার্চ কর্মসূচি দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবে আমির আল্লামা হাফেজ তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, আল্লামা লোকমান হাকিম, মাওলানা মঈনুদ্দিন রুহি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আনাস মাদানী, জুনাইদ আল হাবিব, আ ন ম আহমদ উল্লাহ প্রমুখ। হেফাজত মহাসচিব বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন আরাকানের মুসলিমরা। তৎকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম মিয়ানমার সরকারকে আশ্রয় দেওয়ায় অভিনন্দন জানান।

 মুক্তিযোদ্ধাদের আরাকানের মুসলিমরা আশ্রয় দিয়েছিলেন। অথচ তাদের কেন আমরা সাহায্য করতে পারব না? মিয়ানমারের মুসলিমরা সন্ত্রাসী নয় জানিয়ে বলেন, যারা মিয়ানমারের মুসলিমদের সন্ত্রাসী বলছে তারা মানবাধিকার লঙ্ঘন করছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া মানবিক ও ইমানি দায়িত্ব। সরকারের উদ্দেশে বাবুনগরী বলেন, রোহিঙ্গা হত্যা বন্ধে বাংলাদেশ সরকারকে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। এরপরও যদি তারা রোহিঙ্গাদের গণহত্যা বন্ধ না করে তাহলে তাদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করুন। সংবাদ সম্মেলনে ১৮ সেপ্টেম্বর ঢাকায় মিয়ানমার দূতাবাস ঘেরাও ছাড়াও ১৫ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিল, ২০ সেপ্টেম্বর জাতিসংঘ ও ওআইসি মহাসচিব বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও নেওয়া হয়।

সর্বশেষ খবর