সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
ফরহাদ মজহার অপহরণ

১০ অক্টোবর তদন্ত প্রতিবেদনের নির্দেশ

আদালত প্রতিবেদক

কবি ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম নতুন এ দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই ভোর পাঁচটার দিকে শ্যামলীর হক গার্ডেনের বাসা থেকে বের হন ফরহাদ মজহার। ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর ৫টা ৫ মিনিটে ফরহাদ মজহার খুব স্বাভাবিক ভঙ্গিতে সিঁড়ি ভেঙে নিচে নামেন। সাড়ে পাঁচটার দিকে একটি অপরিচিত নম্বর থেকে ফরহাদ মজহার স্ত্রীকে ফোন করে বলেন, ‘ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ এ ঘটনায় রাজধানীর আদাবর থানায় ফরহাদ মজহারের স্ত্রী বাদী হয়ে অপহরণ মামলা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইল ফোন ট্যাকিং করে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় এবং ১৯ ঘণ্টা পর যশোরের অভয়নগরে হানিফ পরিবহনের বাস থেকে তাকে উদ্ধার করে।

সর্বশেষ খবর