সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

পর্তুগালের প্রধানমন্ত্রী বাংলাদেশি প্রার্থীর জন্য ভোট চাইলেন

রনি মোহাম্মদ, পর্তুগাল

পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্টনিও কোস্টা পোর্তোর মিউনিসিপ্যালিটি (সিটি করপোরেশন) নির্বাচনে ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা পর্তুগাল প্রবাসী বাংলাদেশি শাহ আলম কাজলের জন্য ভোট চেয়েছেন।

আগামী ১ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় পোর্তোর পার্ক করদোরিয়ার এক পথসভায় প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও কোস্টা পোর্তোবাসীর সঙ্গে সোস্যালিস্ট পার্টির মেয়র সাবেক মন্ত্রী ড. পিজাররো, শাহ আলম কাজলসহ সব কাউন্সিলর প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে ভোট প্রত্যাশা করেন। প্রধানমন্ত্রী অ্যান্টনিও বলেন,  পোর্তো শহরকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে সোস্যালিস্ট পার্টির বিকল্প নেই। তাই পার্টির প্রার্থীদের ভোট দিন। তিনি বলেন, পিজাররো হলো আমার খুব কাছের বন্ধু। আমাদের দল যেভাবে পর্তুগালকে অর্থনৈতিক দিক থেকে উপরে নিয়ে যাচ্ছে, সিটি করপোরেশেনের আসন্ন নির্বাচনে পিজাররোকে ভোট দিলে পোর্তো সিটির উন্নয়নে এবং সব সমস্যা সমাধানে তিনি কাজ করবেন।  পথসভায় প্রার্থী শাহ আলম বলেন, জয় বা পরাজয় বড় কথা নয়। প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়ায় সোস্যালিস্ট পার্টির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সব ভোটারসহ পোর্তোয় বসবাসরত প্রবাসী সব বাংলাদেশির সহযোগিতা ও সমর্থন কামনা করছি। উল্লেখ্য, শাহ আলম পর্তুগালের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় প্রবাসীদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের স্মরণে  পোর্তোয় একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করেছেন। এটি পর্তুগালের দ্বিতীয় শহীদ মিনার।

সর্বশেষ খবর