বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রেলভবনে যুবলীগ কর্মীদের হামলা

অফিসারসহ আহত ৫

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে রেলওয়ের গাছ কাটাকে কেন্দ্র করে যুবলীগ কর্মীরা বিভাগীয় রেল ভবনে হামলা চালিয়েছেন। তাদের হামলায় অফিসারসহ পাঁচ রেলওয়ে কর্মচারী আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মামুনুর রশিদ (৪২), খালাসি বকুল মিয়া (৩৪), রাশেদুল ইসলাম (২৭), আশরাফ আলী (৫৪) ও রাজ্জাক আলী (৪৭)।

রেলওয়ের সিপি স্কুল গেটের সামনে একটি আম গাছ ঝড়ে ভেঙে পড়ে। সেই মরা গাছটি কেটে অফিসে নেওয়ার জন্য কয়েকজন কর্মচারী ঘটনাস্থলে গেলে যুবলীগের ১২-১৩ জন কর্মী রেল কর্মচারীদের বাধা দেন। এক পর্যায়ে তাদের মারধর করেন যুবলীগ কর্মীরা। আহত কর্মচারীরা অফিসে ফিরে এলে সেখানেও ছুটে আসেন যুবলীগ কর্মীরা। সেখানে অফিসে থাকা ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মামুনুর রশিদকে মারধর করে গুরুতর জখম করেন তারা। তাকে রক্ষা করতে এসে আরও চারজন রেল কর্মচারী মারধরের শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা যুবলীগ সভাপতি মোড়ল হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি যারা ঘটিয়েছেন তারা যুবলীগের কোনো পদ-পদবিতে নেই। তবে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ লালমনিরহাট রেল বিভাগের বিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লালমনিরহাট রেল বিভাগের বিভাগীয় ম্যানেজার নাজমুল হাসান বলেন, ‘অফিসে এসে যুবলীগ কর্মীরা যা করেছেন, তা সত্যি ন্যক্কারজনক।’

সর্বশেষ খবর