শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

জিয়া পরিবার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অসত্য : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় সংসদে জিয়া পরিবার নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য অসত্য ও ভিত্তিহীন। এর কোনো সত্যতা নেই। প্রধানমন্ত্রী যেসব উক্তি করেছেন, তা মানহানিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ। এ ধরনের বক্তব্যে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা এই বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে বক্তব্য থেকে বিরত থেকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানাচ্ছি। আসলে রোহিঙ্গা সমস্যার ব্যর্থতা ঢাকতেই প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস  চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শহীদ উদ্দিন  চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, এই ধরনের বক্তব্য শুধু খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র নেতাদের ভাবমূর্তি বিনষ্ট করার হীন উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলে। কার্যত তারা কোনো ধর্মই বিশ্বাস করে না। দুর্গাপূজার প্রস্তুতি সভায় হামলা চালানোর মাধ্যমে  সেটাই প্রমাণিত হয়েছে। এর মধ্য দিয়ে তাদের ধর্মনিরপেক্ষতার মুখোশ উন্মোচিত হয়েছে। গতকাল দুপু?রে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বিএন?পি চেয়ারপারসনের দশম কারামু?ক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল সরকারের উদ্দেশ্যে বলেন, জিয়া প?রিবারের সম্পদের তদন্ত ১০ বছর ধরে চলছে। কোনো অসঙ্গতি খুঁজে পাওয়া যায়নি। আপনাদের সম্প?দেরও হিসাব নেওয়া হবে। বে?শি? দিন দেরি নেই। কুইক রেন্টালের দুর্নী?তি, শেয়ারবাজার কেলেঙ্কা?রি,  মেগা প্রজেক্ট, এলিভেটেড এক্সপ্রেস-ওয়ের দুর্নী?তি, পদ্মা? সেতুর দুর্নী?তির কারণে বিশ্বব্যাংক চলে গিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা সেতুর ডিজাইনেই ভুল, পিলার বসানোর জন্য তল খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, জবরদখল করে ক্ষমতায় বসে আছেন, শা?ন্তিপূর্ণভাবে কীভা?বে ক্ষমতা থেকে যাবেন, সেই ব্যবস্থা করুন। নয়তো বাংলার জনগণ আপনাদের ক্ষমা করবে না।

সর্বশেষ খবর