রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পুলিশের পিটুনিতে মাদ্রাসা সুপারের মৃত্যুর অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় পুলিশের পিটুনিতে মাওলানা সাইদুর রহমান নামে এক মাদ্রাসা সুপারের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে মারা গেছেন। মাওলানা সাইদুর রহমান কলারোয়া উপজেলার বাকশা হঠাত্গঞ্জ দাখিল মাদ্রাসার সুপার ও সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা গ্রামের মৃত দেলদার রহমানের ছেলে। সাইদুর রহমানের ভাই হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে সদর থানার  উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ও কিছু পুলিশ তাদের বাড়ি গিয়ে সাইদুর রহমানকে তুলে নিয়ে যান। এ সময় বলা হয়, ৫০ হাজার টাকা না দিলে তাকে নাশকতা মামলায় চালান দেওয়া হবে। বাড়ির লোকেরা ৫ হাজার টাকা দিতে চাইলে পুলিশ তা গ্রহণ করেনি। শুক্রবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হলে জেল কর্তৃপক্ষ সাইদুরকে গ্রহণ না করে চিকিৎসা করিয়ে নিয়ে আসতে বলে। শুক্রবার সন্ধ্যার দিকে তাকে ফের জেলহাজতে পাঠানো হয়।

হাবিবুর বলেন, ‘আমার ভাই অসুস্থ ছিলেন। বার বার তিনি পুলিশের কাছে অনুরোধ করলেও পুলিশ তার কথা শোনেনি। পুলিশ তাকে বেদম মারধর করে।’ উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, ‘সাইদুর রহমান ছিলেন বৈকারী ইউনিয়ন জামায়াতের যুগ্ম সম্পাদক ও নাশকতা মামলার আসামি। ওই দিন তাকে গ্রেফতার করা হয়। তিনি অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসা করিয়ে জেলহাজতে পাঠাই। তাকে মারধরের কোনো প্রশ্নই আসে না।’

সর্বশেষ খবর