সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

গুলশান হামলায় জঙ্গি সোহেল রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী ও গ্রেনেড সরবরাহকারী সোহেল মাহফুজ ওরফে নসরুল্লাহ ওরফে হাতকাটা সোহেলের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন রাজশাহীর আদালত। গতকাল বিকাল ৫টায় রাজশাহীর আমলি আদালত-৩ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। এ বছরের মে মাসে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনীপুরের একটি ‘জঙ্গি বাড়িতে’ অপারেশন ‘সান ডেভিল’ পরিচালনার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল মাহফুজ। কয়েকদিন আগে এ মামলার তদন্ত কর্মকর্তা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিবি) পরিদর্শক আতাউর রহমান আদালতে সোহেল মাহফুজের ১৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, গতকাল রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য ছিল। তাই সকাল ১০টার দিকে সোহেল মাহফুজকে কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে আদালতে তোলা হয়। কিন্তু সোহেল মাহফুজের পক্ষে কোনো আইনজীবী তার রিমান্ডের বিরোধিতা করেননি। তাই সকালে আদালত সোহেল মাহফুজকে রাজশাহী কেন্দ ীয় কারাগারে পাঠান। পরে বিকালে তার ১০ দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

সর্বশেষ খবর