শিরোনাম
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
ঝুঁকির মুখে পরিবেশ-পর্যটন

বিশ্ব পাশে দাঁড়ালে ক্ষতি হবে না

এস এম ফায়েজ

জয়শ্রী ভাদুড়ী

বিশ্ব পাশে দাঁড়ালে ক্ষতি হবে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম ফায়েজ বলেছেন, বাংলাদেশ রোহিঙ্গাদের প্রতি দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে মানবতা এবং উদারতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলও সাড়া দিয়েছে। তারাও রোহিঙ্গাদের সহযোগিতায় এগিয়ে আসছে। তাই বিশ্ব যদি এই সংকটে বাংলাদেশের পাশে দাঁড়ায় তাহলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নিধনে যে বর্বরতা দেখিয়েছে তা বিশ্ববিবেককে হতবাক করেছে। সাধারণ মানুষের ওপর এ ধরনের নৃশংসতা সত্যিই মেনে নেওয়া যায় না। রোহিঙ্গারা নদী-কাদা-পানি মাড়িয়ে জীবন বাঁচাতে বাংলাদেশে এসেছে। এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সরকার মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছে। রোহিঙ্গাদের সহযোগিতায় বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসতে শুরু করেছে। অনেক দেশ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। তারা এদেশে এসে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছে। তাই সবাই যদি হাত বাড়িয়ে দেয় তাহলে এই রোহিঙ্গা শরণার্থীদের ভরণ-পোষণ চালাতে খুব একটা চাপে পড়তে হবে না দেশকে।

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে বলতে গিয়ে এস এম ফায়েজ বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগিরক। মিয়ানমার এই জাতি গোষ্ঠীর ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। তাই জীবন বাঁচাতে তারা বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। কিন্তু এই আশ্রয় অবশ্যই সাময়িক। মিয়ানমারকে তাদের নিজেদের নাগরিককে দেশে ফিরিয়ে নিতে হবে। বিষয়টা যেন সাময়িক থাকে স্থায়ী রূপে পরিণত না হয় এজন্য আন্তর্জাতিক মহলে জোর তৎপরতা চালাতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকার কার্যকরী ভূমিকা রাখছে। বিশ্বকেও রোহিঙ্গা শরণার্থীদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে বাংলাদেশের পাশে দাঁড়াতে হবে। মিয়ানমারকে বাধ্য করতে হবে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে। আর সমস্যা যদি সাময়িক হয় তাহলে দেশের পর্যটন পরিবেশেও ঝুঁকির মুখে পড়বে না।

সর্বশেষ খবর