মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
তোফায়েল-রুশনারা বৈঠক

রাহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে

নিজস্ব প্রতিবেদক

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত ও ব্রিটিশ পার্লামেন্টের এমপি রুশনারা আলীর সঙ্গে এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘চলমান রোহিঙ্গা ইস্যুতে ব্রিটিশ সরকার, সংসদ সদস্য এবং যুক্তরাজ্যের জনগণ বাংলাদেশের পাশে থাকবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়েও যুক্তরাজ্য বলিষ্ঠ ভূমিকা পালন করবে।’

গতকাল বিকালে সচিবালয়ে রুশনারা আলীর নেতৃত্বাধীন যুক্তরাজ্যের একটি ব্যবসায়ী প্রতিনিধ দল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে এ বৈঠক করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে, খাবার দিয়ে বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছে। বাংলাদেশ আলাপ-আলোচনা ও বিশ্বসম্প্রদায়ের সহযোগিতায় রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায়। এখন প্রায় ১৭ কোটি মানুষ বাস করে এ দেশে। এর ওপর বিপুলসংখ্যক রোহিঙ্গা দেশের জন্য বড় বোঝা। দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইছি আমরা।’

সফররত ব্রিটিশ এমপি রুশনারা আলী বলেন, ‘রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন, হত্যা ও দেশত্যাগে বাধ্য করায় যুক্তরাজ্য সরকার, পার্লামেন্ট ও ব্রিটিশ জনগণ নিন্দা জানিয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় ও খাবার দিয়ে ঐতিহাসিক ভূমিকা পালন করছে। বাংলাদেশের জন্য এটা বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় ব্রিটেন বাংলাদেশের পাশে থাকবে।’

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, ব্রিটিশ হাইকমিশনার মিজ অ্যালিসন ব্ল্যাক, ব্রিটিশ হাইকমিশনের ইন্টারন্যাশনাল ট্রেডের ডিরেক্টর মিজ রোজিনা হাসান, ডেপুটি ডিরেক্টর সুরাইয়া জাহানসহ বাংলাদেশে সফররত ব্রিটিশ বিভিন্ন কোম্পানির উচ্চপর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর