মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
বিএনপি-কনজারভেটিভ পার্টি বৈঠক

যুক্তরাজ্য বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়

নিজস্ব প্রতিবেদক

‘বাংলাদেশে ভবিষ্যতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। যে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ নির্ভয়ে ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। আর গণতন্ত্র হবে আরও শক্তিশালী।’ গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে অনুষ্ঠিত সফররত যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রতিনিধিদলের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে দলের নেতা অ্যান ম্যান এমপি এ কথা বলেন। এক ঘণ্টারও বেশি সময়ের এ বৈঠকে দুই দেশের পার্লামেন্ট ব্যবস্থা, বাংলাদেশের রোহিঙ্গা সংকট, সর্বশেষ রাজনীতিসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা হয় উভয় পক্ষের মধ্যে। ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতাসীন দলের পাঁচজন এমপিসহ মোট ২২ জন নেতা এতে অংশ নেন। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনসহ সিনিয়র নেতারা বৈঠকে অংশ নেন। প্রেস ব্রিফিংয়ে অ্যান ম্যান বলেন, তারা বাংলাদেশের পার্লামেন্টারি ব্যবস্থা অবলোকন ছাড়াও বাংলাদেশে গৃহীত ব্রিটেনের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করছেন। ইতিমধ্যে তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এলাকাও পরিদর্শন করে এসেছেন। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়েও তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলছেন। বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও তারা দেখা-সাক্ষাৎসহ মতবিনিময় করবেন। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ব্রিটেন বাংলাদেশে ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দেখতে চায়।

বাংলাদেশের উন্নয়ন অংশীদারদের মধ্যে অন্যতম ব্রিটেনের ক্ষমতাসীন দলের এই প্রতিনিধিদলটি রাজনীতিসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে আলোচনা হয়েছে।

সর্বশেষ খবর