মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

শাহজালাল বিমানবন্দরে ফের সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

বিমানের সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ৪০টি সোনার বার পাওয়া গেছে। ঘটনাটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের। মোট সাড়ে ৪ কেজি ওজনের এসব সোনা উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউস। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি ৩২ লাখ টাকা। গতকাল সিঙ্গাপুর থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইনসের একটি বিমানের সিটের নিচ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। 

ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার পরই বিমানটির বিভিন্ন স্থানে তল্লাশি শুরু হয়। এক পর্যায়ে একটি সিটের পেছনে শক্ত ধাতব বস্তুর অস্তিত্ব মেলে। সিটটির ফোম উঠানো হলে নিচে দেখা যায় ছোট কালো ব্যাগ আঠা দিয়ে আটকানো। পরে ব্যাগটি বিমানবন্দরের কাস্টম হলে এনে প্রশাসনের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে খোলা হয়। সেখানে বাদামি স্কচটেপ মোড়ানো মোট ৪ কেজি ৬৪০ গ্রাম ওজনের ৪০টি সোনার বার পাওয়া যায়।

 

 

সর্বশেষ খবর