বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

দশ দিন পর আবার কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

দশ দিন পর আবার কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমল সোনার দাম। এবার ১০ দিন না যেতেই সোনার দাম কমেছে। প্রতি গ্রাম সোনার দাম কমেছে ১০০ টাকা। এর ফলে আজ ২০ সেপ্টেম্বর থেকে সোনার বাজারে প্রতি গ্রাম (২২ ক্যারেট) সোনা বিক্রি হবে চার হাজার ২০০ এবং প্রতি ভরি ভালো মানের সোনা বিক্রি হবে আটচল্লিশ হাজার ৯৭২ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর বিষয়টি জানায়। এর আগে সর্বশেষ চলতি মাসের ১১ তারিখে সোনার দাম প্রতি ভরিতে দেড় হাজার টাকা বৃদ্ধি পেয়ে হয় ৫০ হাজার ১৩৮ টাকা। সোনার দাম কমার ফলে এখন থেকে প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম হবে ৪৬ হাজার ৭৫৬ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম হবে ৪১ হাজার ১০১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ২৬ হাজার ২৩৫ টাকা। তবে রুপার দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে। ২১ ক্যারেটে (ক্যাডমিয়াম) প্রতি গ্রাম রুপার দাম বর্তমানে ৯০ টাকা।

সর্বশেষ খবর