বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের মৃত্যু

চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের মৃত্যুর ঘটনায় চার পুলিশ কর্মকর্তাকে আসামি করে আদালতে হত্যা মামলা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ মাহমুদের আদালতে নিহতের ভাই বজলুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

বিচারক ৩০ কার্যদিবসের মধ্যে পিবিআই খুলনা আঞ্চলিক পরিচালককে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওসমান গনি জানান, কাথণ্ডা গ্রামের মাও. সাইদুর রহমানের মৃত্যুর ঘটনায় তার ভাই বজলুর রহমান বাদী হয়ে সদর থানার এসআই আসাদ, পাইক দেলোয়ার, এএসআই সুমন হাসান ও এএসআই আশরাফুজ্জামানের বিরুদ্ধে আদালতে মামলা করেন। বিচারক হাবিবুল্লাহ মাহমুদ মামলাটি আমলে নিয়ে এ আদেশ দেন। এ সময় বজলুর রহমান অভিযোগ করে বলেন, ‘আমার ভাইকে পুলিশ শুধু ঘুষ নেওয়ার জন্য আটক করেছিল। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা ছিল না। এক লাখ টাকা ঘুষ না দেওয়ার জন্য তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।’ তিনি তার ভাইকে হত্যার জন্য অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করেন। মামলার আইনজীবী অ্যাডভোকেট আবদুল মজিদ জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাইদুর রহমানের ভাই বজলুর রহমান হত্যা মামলাটি করেছেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কাথণ্ডা গ্রামের সাইদুর রহমানকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সদর থানার এসআই আসাদুজ্জামান ও পাইক দেলোয়ার সাইদুর রহমানকে আটকের পর এক লাখ টাকা ঘুষ দাবি করেন। কিন্তু তা না দেওয়ায় তার ওপর শারীরিক নির্যাতন করেন তারা। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে দ্বিতীয় দফায় নির্যাতনের পর শুক্রবার বিকালে জেলহাজতে পাঠায়। রাতে জেলহাজতে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই শনিবার ভোরে তিনি মারা যান। মাও. সাইদুর রহমান কলারোয়া উপজেলার বাকসা-হঠাত্গঞ্জ দাখিল মাদ্রাসার সুপার ছিলেন।

সর্বশেষ খবর