বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

আরও ৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

২ লাখ টন চাল আমদানির পর আরও ৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানির দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভায় সভাপতিত্ব করেন। এতে ব্যয় হবে ১৮১ কোটি ৭৭ লাখ টাকা। তবে খাদ্য সচিব মো. কায়কোবাদ হোসেন জানিয়েছেন, সরকার আগামী নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে মোট ৯ লাখ টন চাল ও গম আমদানি করবে। বৈঠক শেষে অনুমোদিত ক্রয়-প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান। খাদ্য সচিব বলেন, এ পর্যন্ত সরকার থেকে সরকার (জি টু জি) পদ্ধতিতে মোট ৯ লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে ২ লাখ টন চাল এসেছে। দেড় লাখ টন চাল দেশে আসার পথে আছে। বাকি সাড়ে ৫ লাখ টন চাল ১২ নভেম্বরের মধ্যে আসবে বলে আশা করা হচ্ছে। মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০১৭-১৮ অর্থবছরে প্যাকেজ-৪-এর আওতায় ৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানির একটি ক্রয়-প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে। আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এ চাল আমদানি করা হবে। থাইল্যান্ডভিত্তিক মেসার্স সিয়াম ট্রেডিংয়ে চাল সরবরাহ করবে। প্রতি টনের দাম ৪৩৮ ডলার হিসেবে মোট ব্যয় হবে ১৮১ কাটি ৭৭ লাখ টাকা। এলসি খোলার ৪০ দিনের মধ্যে এ চাল দেশে আসবে। তিনি বলেন, কক্সবাজার জেলার বাঁকখালী নদী বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন, সেচ ও ড্রেজিং (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাঁধ নির্মাণ, নদী খনন, বাঁধ সুরক্ষা, খাল পুনঃখননসহ বিভিন্ন কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের একটি ক্রয়-প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ময়মনসিংহে বেসরকারি খাতে ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের একটি ক্রয়-প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২৩ হাজার ২১১টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কেনার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর