বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
প্রকৃতি

রাজধানীতে ৬৪০ বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ৬৪০ বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

রাজধানীর তুরাগ থেকে ৬৪০টি বিরল প্রজাতির কচ্ছপ ও একটি কুমিরের বাচ্চাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আজিজ। পুলিশ বলছে, আজিজ আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের মূলহোতা। পুলিশের উত্তরা জোনের সিনিয়র এসি তাপস কুমার দাস জানান, গতকাল বিকালে তুরাগের রানাভোলায় পুলিশ সদর দফতর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যৌথভাবে অভিযান চালিয়ে কচ্ছপ ও কুমিরের বাচ্চাসহ আজিজকে গ্রেফতার করে। পরে বণ্যপ্রাণীগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় পশু হাসপাতালের উপ-প্রধান (ভেটেরিনারি সার্জন) ডা. মাকসুদুল হাসান জানান, কুমির ও কচ্ছপের বাচ্চাগুলোকে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর