শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

চলছে পূজা উৎসবের প্রস্তুতি

জমজমাট কেনাকাটা বসুন্ধরায়

নিজস্ব প্রতিবেদক

চলছে পূজা উৎসবের প্রস্তুতি

রাজধানীতে চলছে তুলির শেষ আঁচড়

দুর্গাপূজার আর মাত্র তিন দিন বাকি। তাই পরিবার ও আত্মীয়স্বজনের জন্য কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন রাজধানীতে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীরা। ক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমল। গতকাল সরেজমিন বসুন্ধরা সিটি শপিংমলে গিয়ে দেখা যায়, পোশাকের দোকানগুলোতে ভিড় সবচেয়ে বেশি। নিচ তলায় শিশুদের দোকানগুলোতে চলছে কেনাবেচা। শিশুদের পোশাকের মধ্যে রয়েছে থ্রি-কোয়ার্টার, ফোর-কোয়ার্টার প্যান্ট, গেঞ্জি, পাঞ্জাবি, ফ্রক, টপস, স্কার্টসহ বিভিন্ন ধরনের পোশাক। বসুন্ধরা সিটি শপিং মলের জর্ডানা ক্লাব ফ্যাশন হাউসের এক বিক্রেতা বলেন, পূজা উপলক্ষে নতুন পোশাক তোলা হয়েছে দোকানে। বেচাকেনা হয়েছে মোটামুটি। নারীদের পোশাকের দোকানেও ছিল বেশ ভিড়। জামদানি, কাতান, বেনারসিসহ বিভিন্ন নকশার শাড়ি শোভা পাচ্ছে দোকানের প্রদর্শনীতে। নিজেদের পছন্দমতো কিনছেন ক্রেতারা। মেয়েকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে এসেছেন রত্না বিশ্বাস। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন শাড়ি। এত মনোযোগ সহকারে দেখার কারণ জানতে চাইলে বলেন, পূজার শাড়ি তাই একটু ভালোভাবে কাপড়ের জমিন দেখে নিচ্ছি। কোনটা পরলে মানাবে সেটাও কেনার সময়ই ভাবতে হচ্ছে। এজন্য একটু বেশি সময় নিয়েই কেনাকাটা করছি। অঞ্জনসে পূজায় এসেছে নতুন কালেকশন। থ্রি-পিসে ভিন্নতা চোখে পড়ার মতো। সুতি, জর্জেটসহ রয়েছে বাহারি কাপড় আর নকশার থ্রি-পিস। বিক্রি কেমন হচ্ছে জিজ্ঞেস করলে বিক্রয় কর্মী জানান, নতুন ধরনের পোশাক ক্রেতারা বেশ পছন্দ করছে। তাই বিক্রিও বেশ ভালো। ছেলেদের পোশাকের দোকান ইনফিনিটিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি আর জিন্সের প্যান্টের বেচাকেনা বেশি বলে জানালেন বিক্রেতারা। পূজা উপলক্ষে নতুন পোশাক আনা হয়েছে বেশ কিছু। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ক সরকার বলেন, সারা বছর শার্ট বা গেঞ্জি কেনা হয়। কিন্তু পূজায় সাধারণত পাঞ্জাবি কিনি। অষ্টমীর দিন এই পাঞ্জাবি পরেই বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হই। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনী চক, মৌচাক, গুলশান পিংক সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি এলাকার শপিং মল এ আর প্লাজা, মেট্রো শপিং মল, অরচার্ড পয়েন্ট, রাইফেল স্কয়ার, পুরান ঢাকার শপিং মল, অনন্যা মার্কেট, ইস্টার্ন প্লাজা, ধানমন্ডি এলাকার হকার্স মার্কেট, অরচার্ড প্লাজা, প্রিন্স প্লাজা, কেয়ারী প্লাজা, প্রিয়াঙ্গন শপিং কমপ্লেক্স, সীমান্ত স্কয়ার, রাপা প্লাজা, মেট্রো শপিং মল, আনাম রেংগস প্লাজা, ধানমন্ডি প্লাজা, অর্কিড প্লাজা, উত্তরা এলাকার মাসকট প্লাজা, নর্থ টাওয়ার, রাজলক্ষ্মী কমপ্লেক্স, আর এ কে শপিং কমপ্লেক্স, মিরপুর এলাকার পল্লবী শপিং মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, পূরবী সুপার মার্কেট, সুইডেন প্লাজা, পর্বতা টাওয়ার, তামান্না কমপ্লেক্স, ছায়ানীড় সুপার মার্কেটের প্রত্যেকটিতেই চলছে পূজার কেনাকাটা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর