শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
সাড়ে ৪৯ কোটি টাকা আত্মসাৎ

কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম ইকবাল হোসেন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কৃষি ব্যাংক রাজধানী ঢাকার কারওয়ানবাজার শাখার সাবেক ডিজিএম মো. ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাকে উত্তরার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি আরও বলেন, পরস্পর যোগসাজশে ভুয়া মর্টগেজ প্রদান এবং ডকুমেন্ট সৃজন করে অ্যাকোমোডেশনের মাধ্যমে ঋণের নামে বাংলাদেশ কৃষি ব্যাংক রাজধানী ঢাকার কারওরানবাজার শাখা থেকে ফান্ডেড এবং নন-ফান্ডেড মিলিয়ে ৪৯ কোটি ২৬ লাখ ২৪ হাজার ৯৭৫ টাকা আত্মসাৎ করেন মো. ইকবাল হোসেন। এ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে গত ৪ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেন। এই মামলায় মো. ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর