শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ফেসবুকে স্ট্যাটাস দিয়েও পেলেন না সাপে কাটার ভ্যাকসিন

ঝরে গেল একটি প্রাণ

মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল

ফেসবুকে স্ট্যাটাস দিয়েও পেলেন না সাপে কাটার ভ্যাকসিন

টাঙ্গাইলের বাসাইলে সাপের কামড়ে আয়েশা আক্তার শিমু (২৭) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। ফেসবুকে  নিজের পেজে সাপের কামড়ের ভ্যাকসিনের সন্ধান চেয়ে স্ট্যাটাস দেন। আর সেই ভ্যাকসিনের অভাবেই অকালে ঝরে গেল বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রী শিমু। সে উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও একই এলাকার নুরু মিয়ার মেয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩য় ব্যাচের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বিসিএস ক্যাডারশিপের স্বপ্ন দেখেছিলেন। ৩৬তম বিসিএসে ভাইভাবোর্ডে চমৎকার পারফর্মন্স দিয়ে আসা এবং ৩৭তম বিসিএসে লিখিত পরীক্ষা দেওয়ার গৌরব অর্জন করে আসা আয়েশা আক্তার শিমু মৃত্যুর কাছে হেরে গেলেন। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে আয়েশা আক্তার বাড়ির উঠানে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। এ সময় তার আর্তচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে আয়েশা জানায় তাকে সাপে কামড় দিয়েছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সাপে কাটার ভ্যাকসিন না থাকায় রাত ১টার দিকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরও মৃত্যু মেনে নিতে পারছিলেন না আয়েশার পরিবার। এমতাবস্থায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাপে কামড়ানোর পরপরই আয়েশা নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন— টাঙ্গাইলের কোথাও কি সাপের ভ্যাকসিন পাওয়া যায়। স্ট্যাটাস দিয়ে বিষের যন্ত্রণায় তিনি ফেসবুক থেকে বের হয়ে যান। ফেসবুক কমেন্টে অনেকেই ভ্যাকসিনের সন্ধান দিয়েছিলেন। কিন্তু ফেসবুক বন্ধুদের সে কমেন্ট আর কোনো কাজেই আসেনি।

একটি ভ্যাকসিনের অভাবেই একজন বিসিএস ক্যাডারের অকাল মৃত্যু হলো। এটি মেনে নিতে পারছে না তার পিতা-মাতা, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেকেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর