মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

অভিভাবক-শিক্ষার্থীদের সচেতনতা জরুরি

অধ্যাপক ড. এম আবদুস সোবহান


অভিভাবক-শিক্ষার্থীদের সচেতনতা জরুরি

বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বিক্রির ব্যবসা খুলে বসেছে। আর এদের ফাঁদে পা দিয়ে শিক্ষার্থীরা শিখছে না কিছুই, শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পরিবার। এ সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধার জাল বিছিয়ে শিক্ষার্থী জোগাড় করছে তারা। তাই সরকারের পাশাপাশি অভিভাবক এবং শিক্ষার্থীদেরও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় সচেতন থাকতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান। তিনি বলেন, ব্যবসায়িক চিন্তা থেকে চালু করা হচ্ছে এসব বিশ্ববিদ্যালয়। বাড়ি ভাড়া নিয়ে চলছে ক্যাম্পাস। এসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন প্রায়োগিক বিষয়ে পড়াশোনা চলছে। অথচ নেই কোনো ল্যাবরেটরি। লাইব্রেরি ছাড়াই অনায়াসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চালিয়ে যাচ্ছে ব্যবসা। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সাংস্কৃতিক চর্চা, বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা ছাড়াই শেষ করছে বিশ্ববিদ্যালয়জীবন। এসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নীতি-নৈতিকতার কোনো তোয়াক্কা করে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নীতিমালা তৈরি করা হয়েছে, তা মেনে চললে এ পরিস্থিতি তৈরি হতো না।

ড. এম আবদুস সোবহান বলেন, সাধারণ মানুষ নিয়ম ভাঙে না। যারা প্রভাবশালী তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেন। তাই হুঁশিয়ারিতে কোনো কিছু যায়-আসে না তাদের। এজন্য শিক্ষার্থীদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে একটু জেনেশুনে নিতে হবে। যারা সনদ না কিনে প্রকৃত অর্থে পড়াশোনা করতে চায়, তাদের নিজ দায়িত্বে খোঁজ নিতে হবে। অভিভাবকদেরও শুধু পড়াশোনার খরচ দিয়ে দায়িত্ব শেষ করলে হবে না। ছেলেমেয়ে কী শিখছে সে বিষয়েও খবর নিতে হবে।

সর্বশেষ খবর