শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মঙ্গল কামনায় কুমারী পূজা

আজ মহানবমী

প্রিন্স বিশ্বাস

মঙ্গল কামনায় কুমারী পূজা

শারদীয় দুর্গোৎসবের গতকাল ছিল মহাঅষ্টমী ও কুমারী পূজা। দেশের রামকৃষ্ণ মিশন মঠগুলোতে এ কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এবার কুমারী পূজায় জগতের শান্তি ও মঙ্গল কামনায় জগত্জননী দেবী দুর্গার কাছে বিশেষ আরাধনা করা হয়। দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ কুমারী পূজা। কুমারী পূজা স্বচক্ষে দেখার জন্য রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশন মঠে গতকাল সকাল থেকেই হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। ভক্ত, পূজারি ও দর্শনার্থীর সমাগমে মহাসাড়ম্বরে সম্পন্ন হয় কুমারী পূজা। আজ দুর্গোৎসবের চতুর্থ দিন মহানবমী। আগামীকাল শনিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় উৎসব। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, গতকাল বেলা ১১টা ৫ মিনিটে গোপীবাগে রামকৃষ্ণ মিশন মঠে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। কুমারী পূজায় দেবীরূপে এ বছর অধিষ্ঠান করা হয় সাত বছরের কুমারী কন্যা রূপকথা চক্রবর্তীকে। তার আসল নাম রূপকথা চক্রবর্তী হলেও শাস্ত্রীয় মতে এ পূজায় তার নাম ‘মালিনী’ রাখা হয়। সনাতন শাস্ত্র মতে, ‘মালিনী’কে ফুলচন্দন, প্রসাধন ও বিভিন্ন অলঙ্করণে দেবী দুর্গার প্রতীকরূপে সজ্জিত করে বেলা ১১টায় অধিষ্ঠান করা হয়। এরপর শাস্ত্রীয় বিধি ও মন্ত্র-উচ্চারণপূর্বক মাতৃজ্ঞানে তাকে পূজা দেওয়া হয়। এ সময় হাজারো ভক্তের উলুধ্বনি, ঢাকঢোল আর শঙ্খ আওয়াজে রামকৃষ্ণ মিশন মঠ আলোড়িত হয়ে ওঠে। পৃথিবীতে সব নারীর মমত্ববোধ ও শক্তির প্রতি শ্রদ্ধা জানাতেই মাটির প্রতিমার পাশাপাশি দেবী প্রতীকী কিশোরীকে দেবীরূপে আরাধনা করেন কুমারী পূজা দেখতে আসা ভক্তরা। দেশের সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি কুমারী পূজার অনুষ্ঠান সম্প্রচার করে। পূজা শেষে আগত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রামকৃষ্ণ মিশন মঠে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। দেবী দুর্গার কাছে জবরদস্তি ও অকল্যাণের প্রতীক মহিষাসুর বধের চূড়ান্ত পর্বই হলো সন্ধিপূজা। রামকৃষ্ণ মিশন মঠের মহারাজ স্বামী ধ্রুবেশ নন্দ সাংবাদিকদের বলেন, নারী-পুরুষ সবাই সমান। এই দৃষ্টিভঙ্গি থেকে যাতে নারীদের ওপর কোনো অত্যাচার কিংবা উত্পীড়ন না হয় সে দৃষ্টি থেকে আমরা কুমারী রূপে মায়ের আরাধনা করি। এ সময় মায়ের কাছে জগতের মঙ্গল কামনা করা হয়।  কুমারী পূজা নির্বিঘ্নে পালনে পুলিশ, র‌্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। মিশন গেটে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পর আর্চওয়ে দিয়ে ভক্তদের ভিতরে ঢোকার অনুমতি মেলে। বাড়তি নিরাপত্তা হিসেবে গোপীবাগ মোড় থেকে গোপীবাগ মাজার পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।  গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৭টা ৪৫ মিনিটের মধ্যে দেবীর মহাঅষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে অঞ্জলি প্রদান ও ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুর্গোৎসবের চতুর্থ দিন আজ মহানবমী। সকাল ৭টা ২৫ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা অনুষ্ঠিত হবে। পূজা শেষে যথারীতি পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ সন্ধ্যায় ভোগ-আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। বিভিন্ন স্থানে কুমারী পূজা : সারা দেশে যথাযথ শ্রদ্ধা ও অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— নারায়ণগঞ্জ : সমগ্র মানব জাতির কল্যাণে মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগত্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ বেইলি স্কুলের নার্সারির ছাত্রী অনন্ত চক্রবর্তী গুণগুণকে (৪) কুমারী মায়ের আসনে বসানোর পরই নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে শুরু হয় কুমারী পূজা। পূজার মন্ত্র পাঠ করে ভক্তদের মধ্যে চরণামৃত বিতরণের মধ্য দিয়ে ১ ঘণ্টা পর শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। দুপুর দেড়টায় পূজার্থী ও দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।  এদিকে বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবে পূজারি ও ভক্তরা মহাঅষ্টমীকে বিশেষ জাঁকজমকপূর্ণ করে পালন করেছেন। রামকৃষ্ণ মিশন আশ্রমসহ বিভিন্ন মন্দিরে দুপুরে মহাঅষ্টমীর পূজা বিহিতসহ পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। বিকালে অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির প্রথম ২৪ মিনিট সব মিলিয়ে ৪৮ মিনিটের মধ্যে সন্ধিপূজা শুরু হয়ে শেষ হয়। দিনাজপুর :  আরতি, অঞ্জলি দান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের ‘কুমারী দেবী’ হিসেবে নির্বাচিত হয় সেন্ট যোসেফ স্কুলে পড়ুয়া ৭ বছরের শিশুকন্যা ‘উজ্জয়ী ব্যানার্জি’। বেলা ১১টায় দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে কুমারী পূজা শুরু হয়। এর আগে কুমারী কন্যাকে স্নান করিয়ে নতুন পোশাক, ফুলের মালা ও অলংকারে সাজানো হয় দেবীরূপে। শাস্ত্রমতে এবারের ‘কুমারী দেবী’র নাম রাখা হয় ‘মালিনী’। পূজা শেষে প্রধান পূজারি আরতি দেন এবং তাকে প্রণাম করেন। সব শেষে মন্ত্র পাঠ করে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হয় কুমারী পূজা। হবিগঞ্জ : হবিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মাঙ্গলিক ক্রিয়াকর্মের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের ৩য় দিন অতিবাহিত হয়েছে। দুর্গাপূজার অন্যতম অংশ হিসেবে এ দিন সকাল ১০টায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে ও বাহুবল উপজেলার শচী অঙ্গনে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এতে সিলেট বিভাগ ও আশপাশের জেলা থেকে আগত দর্শনার্থীদের ঢল নামে। হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে এবার কুমারী পূজায় পূজিতা হয় ৮ বছরের শিশুকন্যা সুস্মিতা ভট্টাচার্য। সে সিলেট জেলার বাগবাড়ী এলাকার শ্রীকৃষ্ণ ভট্টাচার্যের কন্যা। তার নাম দেওয়া হয়েছিল অপরাজিতা। বাহুবল উপজেলার জয়পুর শচী অঙ্গন ধামে কুমারী পূজায় পূজিতা হয় মৌলভীবাজারের রাজনগর উপজেলার ভূমিউড়া গ্রামের বিশ্বজিৎ ভট্টাচার্যের ৬ মাসের কন্যা প্রজ্ঞা ভট্টাচার্য। তার নাম হয়েছিল উমা। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাড়ম্বরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রঘুনাথপুর আনন্দময়ী কালীবাড়িতে এবার কুমারী পূজার ২০তম আয়োজন ছিল। কুমারী দেবী দুর্গার প্রতীকে ছয় বছরের কন্যাশিশু অর্পিতা ভট্টাচার্যকে বসানো হয় দেবীর আসনে। কুমারী মেয়েকে শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক হিসেবে মাতৃজ্ঞানে পূজা করা হয়। কুমারী পূজায় অংশ নিতে সকাল থেকে সর্বস্তরের সব বয়সী হাজার হাজার হিন্দু ভক্ত পূজামণ্ডপে সমবেত হন। পূজা পরিদর্শনে আসেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ এম এ শহীদ।

সর্বশেষ খবর