শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শেখ হাসিনা বিপন্ন মানবতার বাতিঘর : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি বিপন্ন বিশ্বের মানবতার বাতিঘর। শেখ হাসিনা শুধু রাজনীতিক নন, তিনি রাষ্ট্রনায়ক। গতকাল সকালে সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রক্তদান ও মিলাদ মাহফিলের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাভারের এমপি এনামুর রহমান, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আবদুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, নাসরিন জাহান শেফালি, কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, মহানগর যুবলীগের মাইনউদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, মোমিনুল হক সাঈদ, মাকসুদুর রহমান, এমদাদুল হক এমদাদ প্রমুখ। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব সারা বিশ্বে প্রশংসা পেয়েছে। জাতিসংঘ তা গ্রহণ করেছে। চীন-রাশিয়া এখন সহানুভূতি দেখাচ্ছে। আজকের (গতকাল) নিরাপত্তা পরিষদের বৈঠকে আশা করি চীন ও রাশিয়া সমর্থন দিয়ে সর্বসম্মতিক্রমে পাস করবে। এটা গোটা বাঙালির মনের কথা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিকের পথ অতিক্রম করে রাষ্ট্রনায়ক হয়েছেন। কারণ একজন রাজনীতিক একটি নির্বাচনের পর আরেকটি নির্বাচন নিয়ে চিন্তা করেন। আর একজন রাষ্ট্রনায়ক পরবর্তী জেনারেশন (প্রজন্ম) নিয়ে চিন্তা করেন। শেখ হাসিনা পরবর্তী জেনারেশন নিয়ে চিন্তা করেন।  যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, জনগণের ক্ষমতায়নের নেত্রী, ডটার অব পিস, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বার বার মৃত্যুর ঝুঁকি নিয়েছেন, হত্যা ও ষড়যন্ত্রের ধ্বংসস্তূপের মধ্যে তিনি মানুষের আশা জাগানিয়া গান, অধিকারের স্বপ্ন। সারা বিশ্বে তিনি মানবতার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন। নিম্ন-মধ্য আয়ের দেশ হয়েও বাংলাদেশ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে প্রায় ৯ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছেন। কারও সাহায্যের অপেক্ষায় না থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ‘মাদার অব হিউম্যানিটি’ খেতাবে ভূষিত হয়েছেন। শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ এর আলোকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, বিশ্বের বিস্ময়। বর্তমান বিশ্বের শান্তির অন্যতম শত্রু জঙ্গিবাদ, জঙ্গি দমনে সারা বিশ্বে রোল মডেল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। জাতির জন্য নোবেল লরিয়েট এর দরকার নেই, দরকার রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মতো নোবেল ওয়ার্কার।

সর্বশেষ খবর